For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাষের কাজে চূড়ান্ত ব্যস্ত ধোনি, 'আমি ফার্মে এলে বাজারে পাঠানোর মতো আর স্ট্রবেরি থাকবে না'

চাষের কাজে চূড়ান্ত ব্যস্ত ধোনি, 'ফার্মে এলে বাজারে পাঠানোর মতো আর স্ট্রবেরি থাকবে না'

  • |
Google Oneindia Bengali News

২০২০ তে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ক্রিকেট ছাড়ার পর অবসরে অন্যদের যেমন দেশ বিদেশ ঘুরে বেড়াতে দেখা যায়,ধোনির ক্ষেত্রে কিন্তু, কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। একটা কারণ অবশ্যই করোনা! দ্বিতীয়টা অবসরের পর তিনি এখন চূড়ান্ত ব্যস্ত হয়ে পড়েছেন। এবার নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সেই নমুনাই তুলে ধরলেন ধোনি।

ক্রিকেট ছাড়ার পর কিসে ব্যস্ত ধোনি

ক্রিকেট ছাড়ার পর কিসে ব্যস্ত ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর এই মুহূর্তে রাঁচির ফার্ম হাউসে জৈব চাষের কাজে চূড়ান্ত ব্যস্ত মাহি। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ককে কখনও ট্রাক্টর চালিয়ে চাষ করতে দেখা গিয়েছে, কখনও আবার তিনি দুবাইয়ে ফল-সব্জি রপ্তানি করতে চলেছেন বলে খবর।

স্ট্রবেরি তুলে খাচ্ছেন মাহি

স্ট্রবেরি তুলে খাচ্ছেন মাহি

এবার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, নিজের চাষের জমি থেকে স্ট্রবেরি তুলে খাচ্ছেন মাহি। ধোনিকে এমন মেজাজে আগে কখনও দেখা যায়নি। বোঝাই যাচ্ছে, অবসরের পর বিন্দাস রয়েছেন তিনি। নিজের চাষের কাজ, ফল-সব্জি ফলানো নিয়ে ব্যস্ত রয়েছেন।

আমি রোজ ফার্মে এলে বাজারে পাঠানোর মতো আর কোনও স্ট্রবেরি থাকবে না

আমি রোজ ফার্মে এলে বাজারে পাঠানোর মতো আর কোনও স্ট্রবেরি থাকবে না

ধোনির পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, ফার্ম হাউসে স্ট্রবেরি চাষের জমিতে গিয়ে ধোনি স্ট্রবেরি তুলে তুলে খাচ্ছেন। ভিডিও পোস্টের সঙ্গে মাহি লিখেছেন, 'আমি রোজ ফার্মে এলে বাজারে পাঠানোর মতো আর কোনও স্ট্রবেরি থাকবে না'

ধোনির চাষের ফসল যাবে দুবাইয়ে

ধোনির চাষের ফসল যাবে দুবাইয়ে

জানা গিয়েছে, ধোনির ফার্ম হাউসে স্ট্রবেরি, বাঁধাকপি, টমাটো, ব্রকোলি, মটরশুঁটি, পেপের ব্যপক ফলন হয়েছে। আর এই সব ফল-সব্জিই এবার বিদেশে রপ্তানি করা হবে। ২০২০ সালে দুবাইয়ে আইপিএল হয়েছিল, এবার সেই দুবাইয়ে নাকি ধোনির চাষের জমির ফল-সব্জি রপ্তানি হতে চলেছে।

মুরগীর ব্যবসায় ধোনি

মুরগীর ব্যবসায় ধোনি

ফল-সব্জির পাশাপাশি মুরগীর ব্যবসাও খুলতে চলেছেন ধোনি। ধোনির ফার্মে বিখ্যাত কড়কনাথ মুরগির চাষ হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্য়েই মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার থান্ডলা ব্লকের বিনোদ মেহেতার কাছ থেকে ধোনির কোম্পানি ২০০০ কড়কনাথ মুরগির ছানা কিনেছে।

English summary
Former Indian Captain MS Dhoni post Adorable Video of eating fresh strawberries from his farm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X