For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে ব্রায়ান লারা এবার হেড কোচ, কোন দলের দায়িত্ব নিয়ে টি ২০-তে কোচিং অভিষেক?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে ফের কোচ বদল সানরাইজার্স হায়দরাবাদে। এবার সরিয়ে দেওয়া হলো টম মুডিকে। ব্রায়ান লারাকে ২০২৩ মরশুমের আইপিএলে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি। গত আইপিএলে লারা সানরাইজার্স হায়দরাবাদের স্ট্র্যাটেজিক পরামর্শদাতা ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। কোনও টি ২০ দলের হেড কোচ হলেন এই প্রথম।

কোচ বদলের ধারা

জানা গিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষের সঙ্গে টম মুডি আলোচনায় বসেছিলেন, সেখানেই বিচ্ছেদের ব্যাপারে দুই পক্ষ সহমতে পৌঁছায়। সামনের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে ছয় দলকে নিয়ে নতুন টি ২০ লিগ- আইএল টি ২০। সেখানেই ডেসার্ট ভাইপার্স (Desert Vipers) দলের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন মুডি। ২০২১ সালে মুডি সানরাইজার্স হায়দরাবাদের ডিরেক্টর অব ক্রিকেট পদে আসীন হন। হেড কোচ ছিলেন ট্রেভর বেইলিস।

মুডির স্থলাভিষিক্ত লারা

মুডির স্থলাভিষিক্ত লারা

২০২১ সালে জঘন্য পারফরম্যান্সের পর সানরাইজার্সের হেড কোচের পদ থেকে বেইলিস সরে দাঁড়ান। সেবার পয়েন্ট তালিকার একেবারে নীচে শেষ করেছিল সানরাইজার্স। জয় এসেছিল মাত্র তিনটি ম্যাচে। এরপরই মুডিকে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি হেড কোচ হিসেবে নিয়োগ করেছিল। এই নিয়ে দ্বিতীয়বার তিনি সানরাইজার্সের হেড কোচ হয়েছিল। ২০১৩ থেকে ২০১৯ সাল অবধি হায়দরাবাদের হেড কোচ হিসেবে ভালো সময় কাটিয়েছেন মুডি। এই সময়কালে সানরাইজার্স পাঁচবার প্লে অফ খেলে এবং ২০১৬ সালে চ্যাম্পিয়নও হয়। এবার ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লারাকে হেড কোচ করল সানরাইজার্স।

ভালো দল গড়েও ব্যর্থ

তবে চলতি বছরের আইপিএলে সানরাইজার্স ভালো দল গড়েও প্রত্যাশিত সাফল্য পায়নি। ১০ দলের মধ্যে অষ্টম হওয়ায় প্লে অফে উঠতে পারেনি। জেতে ৬টি ম্যাচে, পরাজয় ৮টিতে। গত ২ বছরের পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে খারাপ পারফরম্যান্স সানরাইজার্সের। ২৮টি ম্যাচে জয় ৯টিতে, পরাজয় ১৮টিতে, একটি ম্যাচ টাই হয়। কেন উইলিয়ামসন, উমরান মালিক ও আবদুল সামাদকে ধরে রেখে সানরাইজার্স এবারের মেগা নিলাম থেকে ভালো ভারসাম্য বজায় রেখেই দল গড়েছিল। প্রথমার্ধে টানা পাঁচটি ম্যাচ জিতে প্লে অফের আশা জাগিয়েছিল অরেঞ্জ আর্মি। কিন্তু তারপরই কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন টানা পাঁচটি পরাজয়ের কবলে পড়ে।

নতুন মরশুম, নতুন আশা

নতুন মরশুম, নতুন আশা

অধিনায়ক কেন উইলিয়ামসনের খারাপ ব্যাটিং ফর্ম, সেইসঙ্গে টি নটরাজন ও ওয়াশিংটন সুন্দরের চোট সানরাইজার্সের সমস্যা বাড়িয়েছিল। গুজরাত টাইটান্সের কাছে হারের পরই এই দুটি চোটের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি সানরাইজার্স। নতুন হেড কোচের হাত ধরে আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ।

বিরাট কোহলি পাকিস্তান ম্যাচের আগে সারলেন বিশেষ পদ্ধতির অনুশীলন, নজিরবিহীন দৃশ্য ভাইরালবিরাট কোহলি পাকিস্তান ম্যাচের আগে সারলেন বিশেষ পদ্ধতির অনুশীলন, নজিরবিহীন দৃশ্য ভাইরাল

English summary
Brian Lara Has Replaced Tom Moody As Head Coach Of Sunrisers Hyderabad For The 2023 IPL Season. Lara Was Part Of The SRH Team Management Last Season As A Strategic Advisor And Batting Coach.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X