For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওডিআই ফরম্যাটে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন বাবর আজম, নাম নেই কোনও ভারতীয়ের

ওডিআই ফরম্যাটে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন বাবর আজম, নাম নেই কোনও ভারতীয়ের

Google Oneindia Bengali News

ওডিআই ফরম্যাটে আইসিসির বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়েছে চার জনের। যার মধ্যে থেকে বেছে নেওয়া হবে এক জনকে। এই চার জনের মধ্যে পাকিস্তান, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ার ক্রিকেটার থাকলেও স্থান পাননি কোনও ভারতীয়।

বাবর আজম (পাকিস্তান):

বাবর আজম (পাকিস্তান):

এই বছর ৯ ম্যাচে ৬৭৯ রান করেছেন পাকিস্তানের অধিনায়ক। ২৮ বছর বয়সী বাবর আজম আটটি অর্ধ-শতরান করেছেন যার মধ্যে তিনটিকে তিন শতরানে পরিণত করতে পেরেছেন। ৮৪.৪৭ গড়ে ব্যাটিং করেছেন বাবর। ২০২১ সালে আইসিসি'র বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের শিরোপা অর্জন করেছিলেন বাবর আজম। ২০২১ সালের জুলাই মাস থেকে আইসিসি'র ওডিআই ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন বাবর আজম।

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া):

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া):

২০২২ সালে ১২টি ওডিআই ম্যাচে ৩২ উইকেট সংগ্রহ করেছেন এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনার। ২০১৬ সালে জাতীয় দলে অভিষেকের পর এক ক্যালেন্ডার ইয়ারে এটাই তাঁর সেরা ফলাফল। এই ১২টি ম্যাচের মধ্যে ৯টি খেলা হয়েছিল অস্ট্রেলিয়ান কন্ডিশনে। অস্ট্রেলিয়ার কন্ডিশন কখনওই স্পিনারদের সহায়ক নয়, সেখানেও নিজেদর দক্ষতা দেখিয়েছেন জাম্পা।

সাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ):

সাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ):

২০২২ সালে ওডিআই ফরম্যাটে নিজের দেশের সর্বাধিক রান সংগ্রহকারী সাই হোপ। এই ডানহাতি ব্যাটসম্যান ৩৫.৪৫ গড়ে ২১ ম্যাচে করেছেন ৭০৯ রান। যার মধ্যে রয়েছে তিনটি শতরান এবং দুইটি অর্ধ-শতরান। উল্লেখ্য, ২০১৭ থেকে এক ক্যালেন্ডার ইয়ারে ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে ক্রমাগত রয়েছেন সাই হোপ।

সিকান্দার রাজা (জিম্বাবোয়ে):

সিকান্দার রাজা (জিম্বাবোয়ে):

২০২২ সালটা জিম্বাবোয়ের ক্রিকেটের জন্য যথেষ্ট ভাল গিয়েছে এবং এই ভাল যাওয়ার নেপথ্যে অন্যতম কারণ সিকান্দার রাজা। এই অলরাউন্ডার ১৫ ম্যাচে ৬৪৫ রান করেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই বছর। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮টি উইকেট। ৪৯.৬১ গড়ে এবং ৮৭.১৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তিনটি শতরান এবং দুইটি অর্ধ-শতরান এই বছর করেছেন তিনি। তাঁর সমস্ত বড় ইনিংস ২০২২ সালে এসেছে বিশ্বের শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশগুলির বিরুদ্ধে।

English summary
Babar Azam gets the nomination for ICC ODI Cricketer of the Year Award.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X