For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ ফাইনাল: নো বলের পর টানা ৪ ওয়াইডে পাকিস্তান ০ বলে ৯! দিলশানের নজির নিয়ে চর্চা

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপ ফাইনালে ঘটল অভাবনীয় ঘটনা। পরিসংখ্যান ঘেঁটে এমন নজির খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৭১ রান তাড়া করতে নামা পাকিস্তান ০ বলে তুলে ফেলল ৯ রান। এরপর মহম্মদ রিজওয়ান ১ রান নিতে স্কোর দাঁড়াল ১ বলে ১০! শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কার এমন বোলিং নিয়েই চলছে জোর চর্চা। যদিও পরের ৬ বলে তিনি মাত্র ৩ রান দেন।

নো বলের পর টানা ৪ ওয়াইডে পাকিস্তান ০ বলে ৯

পাকিস্তান ইনিংসের প্রথম ওভারের প্রথম বলটিই নো বল হয়। পাকিস্তান ফ্রি হিট পায়। যদিও এটি বাস্তবে নো বল ছিল না। আম্পায়ারের ভুল দেখা গিয়েছে রিপ্লেতে। যদিও এরপর টানা পাঁচটি ওয়াইড বল করে বসেন মাদুশঙ্কা। দুটি ওয়াইড করার পর তৃতীয় বলটিও ওয়াইড ছিল, সেই সঙ্গে লেগ সাইড দিয়ে উইকেটকিপারের নাগাল এড়িয়ে সেটি বাউন্ডারি পেরিয়ে যায়। এর পরের বলটি অবশ্য সঠিকভাবেই করেন মাদুশঙ্কা। যাতে রিজওয়ান ১ রান নেন। প্রথম ওভারে পাকিস্তান ১২ রান তোলে, যার মধ্যে ব্যাটারদের অবদান মাত্র ৩।

চলতি বছরেই টেস্টে এক বলে সর্বাধিক রান করার নজির গড়েছিলেন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটার উইল ইয়ং। বাংলাদেশের এবাদত হোসেনের বলে তাঁর ক্যাচ পড়েছিল। দৌড়ে তিন রান নেওয়ার পর ওভার থ্রোয় এসেছিল আরও চার রান। এর আগে টেস্টে এক বলে আট রান করার নজির রয়েছে অ্যান্ড্রু সাইমন্ডস, প্যাটসি হেন্ড্রেন ও জন রাইটের। অ্যালান নট, মজিদ খান, মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স, ক্রেগ ব্রেথওয়েট এবং উইল ইয়ং টেস্টে এক বলে সাত রান পেয়েছেন। তবে ০ বলে ৯ রান, টি ২০ আন্তর্জাতিক তো বটেই, অন্য ফরম্যাটেও আগে কোথাও হয়নি বলেই ধারণা পরিসংখ্যানবিদদের।

স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার পেসারের টি ২০ আন্তর্জাতিকে বিরল নজির নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। ছড়িয়েছে নানাবিধ মিম। তবে এখনও অবধি খেলার যা গতিপ্রকৃতি তাতে শ্রীলঙ্কাই এশিয়া কাপ জিততে চলেছে। ১৬.১ ওভারে ১১১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। মহম্মদ রিজওয়ান ৪৯ বলে সর্বাধিক ৫৫ রান করেছেন। ইফতিখার আহমেদ করেন ৩১ বলে ৩২। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। প্রথম ওভারের নো ও ওয়াইডের ফুলঝুরি ছোটানোর পরেও দিলশান মাদুশঙ্কা ৩ ওভারে ২৪ রান দিয়েছেন। প্রমোদ মাদুশান তিন ওভারে ১৫ রান দিয়ে তিনটি উইকেট দখল করেছেন। ওয়ানিন্দু হাসারঙ্গা নিয়েছেন ২ উইকেট।

English summary
Asia Cup Final Pakistan Scored 9 Runs Off 0 Balls As Sri Lanka's Madushanka Bowls A Series Of Wides. Though The First Ball Was Called A No-Ball When It Shouldn't Have Been.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X