For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরু টেস্টে ভারতীয় দলে পরিবর্তন! রোহিতের মধ্যে কোন দুই ক্যাপ্টেনের মিশেল দেখছেন অশোক মালহোত্রা?

Google Oneindia Bengali News

মোহালি টেস্ট শেষ হয়ে গিয়েছে তিন দিনেই। ১২ মার্চ থেকে বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারত ২-০ ব্যবধানে জিতবে বলে নিশ্চিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক মালহোত্রা। এরই মধ্যে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন কুলদীপ যাদব। তিনি মোহালিতে খেলেননি। তাঁর পরিবর্তে দলে কামব্যাক করলেন অক্ষর প্যাটেল।

কুলদীপ আউট, অক্ষর ইন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৯টি টেস্টেই তাঁর দল জয়ের লক্ষ্য নিয়ে নামবে বলে আগেই ঘোষণা করে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার মধ্যে মোহালিতে জয় এসেছে, এবার মিশন বেঙ্গালুরু। করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি শিন ইনজুরিও ভোগাচ্ছিল অক্ষর প্যাটেলকে। তিনি মোহালিতে খেলতে পারেননি। ফিট হয়ে তিনি দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন। ভারত তিন স্পিনার নিয়ে নামলে প্রথম একাদশে জয়ন্ত যাদবের স্থলাভিষিক্ত হতে পারেন অক্ষর।

টেস্টে অক্ষর

অক্ষর প্যাটেল এখনও অবধি ৫টি টেস্ট খেলেছেন। পেয়েছেন ৩৬টি উইকেট। সব কটি টেস্টেই তিনি খেলেছেন দেশের মাটিতে। গত বছর আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে দিন-রাতের টেস্ট ভারত ২ দিনেই জিতেছিল। সেই টেস্টে ১১টি উইকেট নেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার অক্ষর। তার আগে চেন্নাই টেস্টে নিয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট। আমেদাবাদে সিরিজের শেষ টেস্টে পেয়েছিলেন ৯ উইকেট। তাঁর ব্যাটের হাতও বেশ ভালো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে ৬টি ও মুম্বই টেস্টে তিনটি উইকেট দখল করেন অক্ষর।

আবার হোয়াইটওয়াশ

আবার হোয়াইটওয়াশ

শ্রীলঙ্কা আজ অবধি ভারতে টেস্ট জিততে পারেনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা মোহালি টেস্টের পর জানিয়ে দিয়েছেন, ভারত ২-০ ব্যবধানেই সিরিজ জিততে চলেছে। দলে যে ভালো মানের স্পিনার রয়েছেন তাতে দেশের মাটিতে ভারত তিন দিনেই বেশিরভাগ ম্যাচ জিতবে। যে অধিনায়ক, কোচ বা ম্যানেজার থাকুন না কেন, জিতবে ভারতই। আর শ্রীলঙ্কার এই দলটি পুনর্গঠিত হচ্ছে। বিশ্বমানের ক্রিকেটার নেই। ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে মোহালিতে।

অনেক সুসংহত

অনেক সুসংহত

অশোক মালহোত্রার কথায়, বিরাটকে নিয়ে যে পর্বটি চলেছে তা কাটিয়ে ভারতকে দলগতভাবে অনেক সুসংহত লাগছে। লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকায় একটি টেস্টে নেতৃত্ব দেন। একদিনের সিরিজেও নেতৃত্ব দেন। কিন্তু দলগত সংহতির ছবিটা ভালোভাবে ধরা পড়েনি। কিন্তু মোহালি টেস্টে রোহিতের ক্যাপ্টেন্সি যেমন ভালো হয়েছে, তেমন দলটাকে একসূত্রে গেঁথেও ফেলেছেন।

বিরাট-রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে

বিরাট-রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে

যদিও এখনই রোহিতের অধিনায়কত্বের সঙ্গে বিরাট কোহলির অধিনায়কত্বের তুলনা করতে নারাজ অশোক মালহোত্রা। তিনি বলেন, বিরাটের রেকর্ডকে অস্বীকার করার উপায় নেই। ৪০টি টেস্ট তাঁর নেতৃত্বে জিতেছে ভারত। বিরাটকে অনেক সময় চেঁচামেচি করতে দেখা যায়, এক্সাইটেড থাকেন, রেগে যান। রোহিতও কখনও কখনও রেগে যান, তবে শান্তভাবেই নেতৃত্ব দিয়ে থাকেন। রোহিতের মধ্যে আমি এরইসঙ্গে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির ছায়া দেখি। খুব ভালোভাবে টিমটাকে ধরে রেখেছেন রোহিত। বাকিরাও অধিনায়কের উপর আস্থা, বিশ্বাস রেখেছেন। আমার আশা, রোহিতের নেতৃত্বেও ভারত ভালো ফলই করবে। তবে দুই অধিনায়কের তুলনা করায় তাড়াহুড়োর প্রয়োজন নেই।

English summary
Axar Patel Is Back In India's Test Squad Against Sri Lanka In Place Of Kuldeep Yadav. Ashok Malhotra Predicts India Will The Test Series Against Sri Lanka By 2-0.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X