অনুব্রতগড়ে বিজেপি কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে
বিজেপি কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উত্তপ্ত বীরভূমের ধল্লা গ্রাম। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত এলাকা। মোতায়ন করা হয়েছে র্যাফ কমব্যাট ফোর্স।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে রাতে ধল্লা গ্রামের বাসিন্দা গণেশ কোঁড়ার বাড়িতে আগুন লাগে। তিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত। পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।
গ্রামবাসীরাই আগুন নেভানোর কাজে প্রাথমিকভাবে হাত লাগায়। কিন্তু ততক্ষণে পুড়ে যায় গোটা বাড়ি।
মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপানউতোর বীরভূমের বি মন্ডলের ধল্লা গ্রামে। মঙ্গলবার থেকে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।

রাজনীতির রং দিতে মিথ্যা দোষ দেওয়া হচ্ছে। তবে তা মানতে নরাজ বিজেপি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজনৈতিক সংঘর্ষ যতই থাক, সেই রেষারেষিতে বাড়ি পুড়িয়ে দেবে ! ঘটনায় আরও বড় কোনও বিপদ ঘটতে পারত বলে মনে করছেন গ্রামবাসীরা। বিজেপি কর্মী গণেশের অভিযোগ, তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এলাকায় সন্ত্রাস তৈরি করতেই তারা এ কাজ করছে। মানুষের ওপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল।
সুপ্রিম কোর্টে ওটিটি তরজা, দেশজোড়া বিতর্কের মাঝে আমাজন-নেটফ্লিক্স নিয়ন্ত্রণে কী ভাবছে কেন্দ্র?