For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতহীন বীরভূমে কার হাতে তৃণমূলের রাশ, পঞ্চায়েত ভোটের আগে ‘কৌশলী’ সিদ্ধান্ত

অনুব্রতহীন বীরভূমে কার হাতে তৃণমূলের রাশ, পঞ্চায়েত ভোটের আগে ‘কৌশলী’ সিদ্ধান্ত

  • |
Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডল নেই। বীরভূম জেলায় তৃণমূল এই মুহূর্তে অভিভাবকহীন। এদিকে পঞ্চায়েত ভোট সামনেই। তাই অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা সভাপতির দায়িত্বে রেখে দিয়েই তাঁক উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হল অভিজিৎ সিংহকে। তাঁকে বসানো হল নতুন পদে। একইসঙ্গে বীরভূম জেলা তৃণমূলকে চালানোর জন্য গড়ে দেওয়া হল নতুন কমিটি।

বীরভূমের জেলা তৃণমূলের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে

বীরভূমের জেলা তৃণমূলের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে

অনুব্রত মণ্ডল না থাকায় বীরভূমের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে বীরভূমের জেলা তৃণমূলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পেতে চলেছেন তিনি। বিতর্কিত ফেসবুক পোস্ট ও নানা বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে বিশেষ সূত্রে। তৃণমূল চাইছে বিতর্ক থেকে দূরে থাকতে, তাই দলীয়শৃঙ্খলায় রক্ষায় জোর দেওয়াই লক্ষ্য।

বীরভূম জেলা তৃণমূলের জেলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত

বীরভূম জেলা তৃণমূলের জেলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত

কিন্তু অনুব্রত মণ্ডল বিহনে বীরভূমে তৃণমূল চালাবে কে? তৃণমূল শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, বীরভূমে তৃণমূল চালাবে কমিটি। জেলায় দলের বিভিন্ন বৈঠক জাকবেন সিউড়ির বিধায়ক বিকাস রায়চৌধুরী ও দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায়। বোলপুরে বীরভূম জেলা তৃণমূলের জেলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা হতে পারে সরকারিভাবে।

অনুব্রত মণ্ডলকে ‘বাঘ’ বলে অভিহিত করেন ফিরহাদ

অনুব্রত মণ্ডলকে ‘বাঘ’ বলে অভিহিত করেন ফিরহাদ

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলকে 'বাঘ' বলে অভিহিত করেন ফিরহাদ হাকিম। রমপুরহাটে এক জনসভায় তিনি বলেন, বনের বাঘ একদিক থেকে চলে গেলে শেয়ালরা মাঝেমধ্যে লাফালাফি করে। আবার সেই বাঘ এসে গেলে শেয়ালরা লেজ নাড়িয়ে পালিয়ে যায়। বনের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচাবন্দি করতে পেরেছো, কিন্তু সারাজীবনের জন্য পারবে না। সেই বাঘ খাঁচা থেকে বেরোলেই আজ যাঁরা হুক্ক হুয়া করছে, তারা সকলে খাঁচায় ঢুকে যাবে।

বীরভূমে তৃণমূলের সাংগঠনিক কাজ চালানোর জন্য

বীরভূমে তৃণমূলের সাংগঠনিক কাজ চালানোর জন্য

অনুব্রতহীন বীরভূমে সম্প্রতি সভা করে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর পাল্টা সভা করেন ফিরহাদ হাকিম। একইসঙ্গে বীরভূমে তৃণমূলের সাংগঠনিক কাজ চালানোর জন্য দায়িত্ব ভাগ করে দেওয়ার বার্তাও দিয়ে গেলেন। মোট কথা অভিজিৎ সিংহকে যেমল শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে, তেমনই বীরভূমের সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীকে আহ্বায়ক করে বৈঠকে ডাকতে বলা হয়েছে।

বীরভূম জেলা তৃণমূলের কাজকর্ম কীভাবে এগোবে?

বীরভূম জেলা তৃণমূলের কাজকর্ম কীভাবে এগোবে?

এই বৈঠকেই স্থির হবে অনুব্রত মণ্ডলের জেলায় কোন পথে এগোবে তৃণমূল। তৃণমূল আপাতত স্থির করেছে প্রতি সপ্তাহের রবিবার বৈঠক করে ঠিক হবে তৃণমূলের দল পরিচালন পরিকল্পনা। পঞ্চায়েতের আগে তৃণমূল কী অবস্থান নেবে, তা ঠিক করা হবে এই বৈঠকে। বীরভূম জেলা তৃণমূলের কাজকর্ম কীভাবে এগোবে, কে চালাবে, তা ঠিক হবে আসন্ন বৈঠকে।

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জোট বিজেপির! বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় নয়া বিতর্ক বাধালেন দিলীপবিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জোট বিজেপির! বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় নয়া বিতর্ক বাধালেন দিলীপ

English summary
TMC now plans to work in Birbhum without Anubrata Mondal and gives new charge to MLAs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X