For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যারাকপুরের আনন্দপুরীরে শ্যুটআউট! সোনার দোকানে হামলায় মৃত ১, আহত ২

  • |
Google Oneindia Bengali News

ব্যারাকপুরের আনন্দপুরীতে দুষ্কৃতী হামলা। সোনার দোকানে হামলায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্যারাকপুরে ১৪ নম্বর রেলগেটের কাছেই এই দোকানে হামলায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনায় তদন্ত শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেট।

ব্যারাকপুরের অভিজাত এলাকা আনন্দপুরীর সোনার দোকান সিংহ জুয়েলারিতে এদিন সন্ধেয় হামলা চালায় চার দুষ্কৃতী। দোকানে ঢুকেই লুট করার চেষ্টা করে। সেই সময় রুখে দাঁড়ান মালিকের ছেলে নীলাদ্রী সিংহ। সঙ্গে সঙ্গে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান তিনি।

ব্যারাকপুরের আনন্দপুরীরে শ্যুটআউট! সোনার দোকানে হামলায় মৃত ১, আহত ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় দোকানে মালিক নীলরতন সিংহ ছাড়াও ছেলে নীলাদ্রী সিংহ এবং দুই কর্মী ছিলেন। দুষ্কৃতীরা নীলাদ্রীকে গুলি করার পরে এলোপাথাড়ি গুলি চালায়। সেই সময় গুলি লাগে নীলরতন সিংহ এবং দোকানের এক কর্মীর। তাঁদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবর পেয়েছেই ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস এবং ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। উত্তর দাস জানান, চার দুষ্কৃতী হামলা চালায়। তিনি আরও জানিয়েছেন, গুলিতে মৃত মালিকের ছেলে নীলাদ্রী সিংহ মাস ছয়েক আগে বিয়ে করেছিলেন।

ব্যারাকপুরের আনন্দপুরীরে শ্যুটআউট! সোনার দোকানে হামলায় মৃত ১, আহত ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তবে দোকানের ভিতরে যদি চার দুষ্কৃতী ঢুকে থাকে, সেক্ষেত্রে বাইরে একাধিক দুষ্কৃতী ছিল বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এব্যাপারে এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেট। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।

English summary
Antisocials attacks goldsmith in Anandapuri in Barrackpur, one death and two injure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X