For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমায় বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়!‌ বিস্ফোরক দাবী অভিনেত্রী তনুশ্রী দত্তের

Google Oneindia Bengali News

নিজের সমস্যা নিয়ে সরব হতে কখনও পিছুপা হন না বলিউডের একদা অভিনেত্রী তনুশ্রী দত্ত। মি টু হোক বা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা, নিজের মত সামনে রাখতে সবসময় ভালোবাসেন অভিনেত্রী। এই বছরের গোড়ার দিকে তনুশ্রী দত্ত তাঁর এক পোস্টের মাধ্যমে সকলের থেকে সাহায্য চেয়েছিলেন। অভিনেত্রীর দাবি ছিল যে তাণকে হেনস্থা করা হচ্ছে এবং বলিউড মাফিয়ারা তাঁকে টার্গটে করছেন। এর পাশাপাশি অভিনেত্রী সম্প্রতি আরও একটি পোস্ট শেয়ার করেছেন এবং সেখানে অভিনেতা নানা পাটেকর, তাঁর আইনজীবী, তাঁর সহযোগী ও বলিউড মাফিয়াদের বন্ধুদের অভিযোগের কাঠগড়ায় তুলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকালে অভিনেত্রী দাবী করেছেন যে তাঁকে বিভিন্নভাবে মারার জন্য একাধিকবার হামলার চেষ্টা করা হয়েছে।

বিস্ফোরক দাবী অভিনেত্রী তনুশ্রী দত্তের

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তনুশ্রী দত্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে যৌন হেনস্থা নিয়ে মুখ খোলার পর তাঁর গাড়ির ব্রেকে সমস্যার সৃষ্টি করা হয় এবং তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়। অভিনেত্রী জানান যে তিনি উজ্জ্বয়িনিতে থাকার সময় তাঁর গাড়ির ব্রেক একাধিকবার খুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তনুশ্রী এও জানান যে তাঁর সম্প্রতি একটি দুর্ঘটনাও হয় এবং সেই দুর্ঘটনায় অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার জন্য দু'‌মাস সময় লাগে তাঁর সুস্থ হতে। তনুশ্রী মনে করেন, ওই ঘটনা নেহাতই দুর্ঘটনা ছিল না। ছিল প্ল্যানমাফিক। এ ছাড়াও তাঁর মতে খাবারে নাকি বিষও মেশানো হয়েছিল তাঁর। তনুশ্রী বলেন, '‌একজন পরিচারিকা আমার বাড়িতে কাজ করতে আসে। সে আসার পরেই আমি মারাত্মক অসুস্থ হয়ে যাই। আমার মনে হয় নিশ্চয়ই ও আমার পানীয়তে কিছু মিশিয়ে দিয়েছিল।'‌

প্রসঙ্গত, কিছু বছর আগে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তনুশ্রী। ২০০৮ সালে এক ছবিতে নানার সঙ্গে কাজ করতে গিয়ে 'অপ্রীতিকর' পরিস্থিতি নিয়ে সরব হতে দেখা যায় তাঁকে। কার্যত এর পর থেকেই বলিউডে হ্যাশট্যাগ মিটুর ঝড় ওঠে বলিউড জুড়ে। তনুশ্রী এর আগে তাঁর পোস্টে লিখেছিলেন, '‌আমার সঙ্গে যদি কোনও ঘটনা ঘটে থাকে তাহলে তার জন্য মিটু-এর অভিযোগে অভিযুক্ত নানা পাটেকর, তাঁর আইনজীবী ও সহযোগী এবং বলিউড মাফিয়া বন্ধুরা দায়ী। কারা এই বলিউড মাফিয়া?‌ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় যাদের নাম ঘন ঘন উঠে এসেছিল তারাই বলিউড মাফিয়া। ওদের ছবি দেখবেন না। ওদের বয়কট করুন। যারা যারা আমার বিরুদ্ধে মিথ্যে খবর ছাপিয়েছে, মিথ্যে কথা রটিয়েছে, মিথ্যে প্রচার চালিয়েছে তাদের সবার জীবন নরক বানিয়ে দিন।'‌

২০০৮ সালে তনুশ্রী মিটু আন্দোলন শুরু করেন বলিউডে এবং হর্ন ওকে প্লিজ শুটি সেটে আপত্তিকর আচরণের জন্য নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অভিযোগ আনেন অভিনেত্রী। যদিও পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু এর পর থেকেই লাইমলাইট থেকে অবলুপ্তি ঘটে এই বাঙালি অভিনেত্রীর।

English summary
Someone is trying to kill her with poison, claims Tanushree Dutta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X