For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাঁন্ড কি আঁখ মুভি রিভিউ: ঘোমটায় মুখ ঢাকা দুই নারী করলেন লক্ষ্যভেদ, মাস্ট ওয়াচ!

পরিচালক তুষার হিরানান্দানির ভালো পরিচালনা। বারতি পাওয়া মূলধারার দুই হিরোইনের দুরন্ত অভিনয়। জীবনের চলার পথে অনুপ্রেরণা যোগাতে পারে ঘোমটায় মুখ ঢাকা দুই নারীর লক্ষ্যভেদের কাহিনি।

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.5/5
Star Cast: তাপসী পান্নু ,ভূমি পেডনেকর
Director: তুষার হিরানান্দানি

পুজো শেষ, পকেট গড়ের মাঠ! সঙ্গে এখন দিওয়ালি টাইম। উপহার কিনতে কিনতে ওয়ালেটের হাওয়া টাইট! তারপরও গ্যাঁটের কড়ি খরচ করে যদি নিখাদ বিনোদনের স্বাদ পেতে হয়, তবে দেখে আসুন সাঁন্ড কি আঁখ। বিনোদনের মোড়কে জীবনের লড়াইয়ের লক্ষ্যভেদের গল্প বলল এই সিনেমা।

দঙ্গলের পর গ্রামের পরিবেশ থেকে মেয়েদের লড়াই করে ক্রীড়াক্ষেত্রে সাফল্য পাওয়ার অন্য এক গল্প তুলে ধরলেন এছবির পরিচালক। পার্থক্য শুধু বয়সে। এখানে ষাট বছরের উর্ধ্বের দুই নারীকে নিয়ে বাজিমাত করেছেন তুষার হিরানান্দানি।

গল্প

উত্তর প্রদেশের জোহরি গ্রাম। পুরুষতান্ত্রিক গ্রামে, বাড়ির পুরুষ সদস্যদের লুকিয়ে সেখানে চন্দ্র তোমর আর প্রকাশী তোমর বিপ্লব ঘটায়! ছবির ট্রেলর দেখে বুঝেই গিয়েছেন, এই পরিবারে বাড়ির মহিলারা ঘোমটায় মুখ ঢেকে থাকেন। বাড়ির রান্না আর বছরের পর বছর সন্তান প্রসব, এটাই মেয়েদের কাজ! শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়া এই পরিবার অবশ্য এমনটাই ভাবে। সেই পরিবার থেকেই দুই নারীর আত্মসম্মান খুঁজে নেওয়ার লড়াইয়ের গল্প 'সাঁন্ড কি আঁখ' ! নিখুঁত নিশানাবাজ দুই বন্দুকধারীর গল্প দিওয়ালিতে আপনার মন খুশি করবেই করবে।

অভিনয়

দুই জায়ের চরিত্রে তাপসী পান্নু ও ভূমি পেডনেকর ফাটিয়ে অভিনয় করেছেন। যখনই ফ্রেমে আসছেন তাঁদের দিক থেকে চোখ সরানো মুশকিল। গল্পের থেকেও এছবির সেরা প্রাপ্তি পর্দায় দুই হিরোইনের রসায়ন।

কেন দেখবেন

সত্যি ঘটনা অবলম্বনে ভালো গল্প নিয়ে চিত্রনাট্য তৈরি। সেই সঙ্গে পরিচালক তুষার হিরানান্দানির ভালো পরিচালনা। বারতি পাওনা মূলধারার দুই হিরোইনের দুরন্ত অভিনয়। জীবনের চলার পথে অনুপ্রেরণা যোগাতে পারে ঘোমটায় মুখ ঢাকা দুই নারীর লক্ষ্যভেদের এই কাহিনি।

English summary
Saand Ki Aankh Movie Review: Taapsee-Bhumi 's starter amazing true story, must watch film
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X