For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিডে আক্রান্ত স্বরা ভাস্করের মৃত্যু কামনা, ট্রোলারদের সপাটে জবাব দিলেন অভিনেত্রী

কোভিডে আক্রান্ত স্বরা ভাস্করের মৃত্যু কামনা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হতেই তাঁর মৃত্যুকামনায় একের পর এক টুইট দেখা গেল নেটদুনিয়ায়। তবে তাঁর ভক্তরা স্বরার দ্রুত আরোগ্য কামনা করেছেন অবশ্য। নিজের করোনা হওয়ার খবর পোস্ট করে বৃহস্পতিবার স্বরা লিখেছিলেন, '‌আমি নিজেকে আইসোলেট করে নিয়েছি। আমি কোয়ারেন্টাইনে রয়েছি। আমার জ্বর আছে। হাল্কা মাথাব্যথা রয়েছে এবং কোনও খাবারের স্বাদ পাচ্ছি না। আমি করোনার দু’‌টি টিকাই নিয়েছি তাই আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব।’‌

কোভিডে আক্রান্ত স্বরা ভাস্করের মৃত্যু কামনা, ট্রোলারদের সপাটে জবাব দিলেন অভিনেত্রী

এই পোস্টের পর স্বরাকে এই অসুস্থতার মধ্যেও ট্রোলের শিকার হতে হয়। স্বরার পোস্টে কিছু মন্তব্য দেখে মনে হয়েছে যে অভিনেত্রীর করোনা হওয়ার খবর শুনে নেটিজেনদের একাংশ বেশ খুশি। স্বরার টুইট শেয়ার করে একজন লিখেছেন, '‌২০২২ সালে আমার শোনা সেরা খবর।’‌ অন্য এক নেটিজেন অগ্রিম শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন, '‌আগাম জানিয়ে রাখি ওম শান্তি’‌। কেউ কেউ ব্যক্তিগত আক্রোশের প্রকাশ ঘটিয়ে ফেলেছেন নেটদুনিয়ায়।

তবে করোনা ভাইরাসের আক্রমণ সামলে টুইট যুদ্ধে অবতীর্ণ হলেন স্বরা নিজেও। পালটা জবাব দিলেন তাঁর মৃত্যুকামনাকারীদের। স্বরার করোনার খবর দেখা মাত্রই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে। কেউ লিখছেন, '‌ওর দ্রুত মৃত্যুকামনা করি। মৃত্যুর পর যেন নরকেও ঠাঁই না পায়।’‌ এমনই নানা অনভিপ্রেত টুইটে ভরেছে নেটমহল। তবে স্বরা ভাস্করের মতো অভিনেত্রীর প্রতি এমন কটাক্ষপাত কিংবা অভিশম্পাত করলে যে পালটা প্রতিক্রিয়া আসবে না, তা তো নয়। অভিনেত্রীর অনুরাগীরা নয়, এ ধরনের টুইট সামলাতে নিজেই আসরে নেমেছেন স্বরা। কোনও রাগ বা আক্রোশের মেজাজে নয়, বরং বেশ মজার ছলেই টুইট করলেন তিনি, লিখলেন, '‌আমাকে ঘৃণা করেন যাঁরা, তাঁদের বলছি, আমার মৃত্যুকামনা করবেন না। কারণ, আমার এরকম কিছু হয়ে গেলে আপনাদের রুটি-রুজি তো বন্ধ হয়ে যাবে। তখন সংসার কীভাবে চলবে।’‌

রাজনৈতিক পোস্ট করার সময় থেকেই স্বরা ট্রোলার্সদের ট্রোলের মুখে বহুবার পড়েছেন। অভিনেত্রী অনেকের ওপর তাঁকে ট্রোল করার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ২০২০ সালে এক সাক্ষাতকারে স্বরা বলেছিলেন যে তিনি মাঝে মাঝে এটা ভেবে দুঃখ পান যে মানুষ ভুলে যায় এই টুইটার–ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পেছনেও একজন আসল মানুষ রয়েছেন।

English summary
Bollywood actress Swara Bhaskar replies them who wished for her death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X