For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুশান্ত মামলায় নয়া সূর্যোদয়ের আশায় বুক বাঁধছে বলিউড!'সুপ্রিম' নির্দেশ নিয়ে অঙ্কিতা-কৃতীরা কী জানালেন

সুশান্ত মৃত্যু মামলায় নয়া সূর্যোদয়ের আশায় বুক বাঁধছে বলিউড!

  • |
Google Oneindia Bengali News

লড়াইটা সুশান্তের পরিবার থেকে বলিউড হয়ে সুশান্ত ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এই তিনটি ক্ষেত্রই একজোট হয়ে লড়াই করেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে। আর সেই লড়াইয়ের রাস্তায় সুপ্রিম কোর্টের আজকের বার্তায় বড়সড় পদক্ষেপে খানিকটা হলেও জয়ের স্বাদ পেয়েছে সুশান্ত শিবির।

সুশান্ত সিং কে নিয়ে অঙ্কিতার বার্তা

সুশান্ত সিং কে নিয়ে অঙ্কিতার বার্তা

প্রথম থেকেই সুশান্তের মৃত্যু মামলা নিয়ে সরব হয়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। এদিনও সুপ্রিম কোর্ট সুশান্তকাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়ার পক্ষে বার্তা দেওয়ায় অঙ্কিতা জানালেন 'ন্যায় বিচার হল সত্যের বহিঃপ্রকাশ। সত্য জিতল।'

'রাবতা'র কোস্টার কী বলছেন?

'রাবতা'র কোস্টার কী বলছেন?

সুশান্ত সিংয়ের সঙ্গে কৃতী শ্যাননের প্রেম পর্ব শুরু হয়েছিল 'রাবতা'র সেট -এ। সেই সময়ই সুশান্ত-অঙ্কিতার ব্রেক আপ হয়। সেই কৃতীও এদিন অঙ্কিতার সুরে সুর মিলিয়েই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'গত ২ মাস ধরে আমি খুবই রেস্টলেস ছিলাম । সমস্ত কিছুই ধোঁয়াচটে মনে হচ্ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই সুশান্ত মামলার ভার পেতেই আশার আলো জাগছে। বিশ্বাস রাখা হোক, সন্দেহ বন্ধ হোক, সিবিআইকে কাজ করতে দেওয়া হোক।'

অক্ষয়ের বার্তা

অক্ষয়ের বার্তা

'সুপ্রিম কোর্ট বলেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা সিবিআই তদন্ত করবে। সত্যের জয় হোক'। এই বার্তা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন অক্ষয় কুমার।

 অনুপমের সোচ্চার বার্তা

অনুপমের সোচ্চার বার্তা

'জয় হে.. জয় হে.. জয় হে..' শুধু এই শব্দগুলি দিয়েই মনের আবেগ বুঝিয়ে দিয়েছেন অভিনেতা অনুপম খের। সুশান্ত মামলা সিবিআইয়ের হাতে যেতেই সুশান্তের 'এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি'র সহ অভিনেতা অনুপম খের আবেগ তাড়িত হয়ে পড়েন।

 কঙ্গনা রানাওয়াতের বার্তা

কঙ্গনা রানাওয়াতের বার্তা

প্রথম থেকেই সুশান্ত মামলা নিয়ে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। এদিন তিনি টুইটারে লেখেন,'মানবতা জিতেছে। এসএসআর যোদ্ধাদের প্রত্যেককে অভিনন্দন। সমতেবভাবে শক্তিকে প্রথমবার অনুভব করলাম। দারুন!'

যারাই তদন্ত করুক, সত্য একই থাকবে, সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পর প্রতিক্রিয়া রিয়ারযারাই তদন্ত করুক, সত্য একই থাকবে, সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পর প্রতিক্রিয়া রিয়ার

English summary
Sushant Singh Rajput death case , Anupam kher to ankita Lokhande lauds SC verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X