অমিতাভের পুত্রবধূ অ্যাশকে জড়িয়ে আবেগঘন রেখা! ভিডিও-য় দেখুন কী ঘটেছে
সেই সম্পর্কের কেবল গুঞ্জন শোনা গিয়েছে, আর বলিউডে অলিতে গলিতে কান পাতলেই কেবল সম্পর্ক ঘিরে 'বসন্ত'-এর আগমন টের পাওয়া যায়! অমিতাভ ও রেখাকে ঘিরে ইন্ডাস্ট্রিতে একটা সময় একাধিক ঘটনার কথা কানে আসে। সেই সমস্ত অধ্যায় বলিউড পেরিয়ে গিয়েছে বহুকাল আগে । তারপর এবার ফের খবরে রেখা ।

বহু দিন আগেই অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বর্য রাইয়ের কাছে অভিনেত্রী রেখা নিজেকে 'রেখা মা' হিসাবে আখ্যা দেন। অ্যাশকে লেখা এক খোলা চিঠিতেও রেখা নিজেকে 'রেখা মা' হিসাবে তুলে ধরেন। এবার বলিউডের দুই যুগের দুই 'উমারও জান'কে ঘিরে উঠে এল এক ভিডিও। যেখানে ঐশ্বর্য জড়িয়ে ধরে আবেগঘন হয়ে পড়েন রেখা। ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।
View this post on Instagram#Rekha with #aishwaryaraibachchan
A post shared by Viral Bhayani (@viralbhayani) on Jan 14, 2019 at 10:16am PST
ক্যামেরার সামনে অ্যাশকে জডি়য়ে ধরে যেভাবে রেখা পোজ দেন তাতে আবেগের ইঙ্গিত স্পষ্ট! এমন ধারণা অনেকেরই। এই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। দুই অভিনেত্রীর মধ্যেও সম্পর্ক অত্যন্ত ভালো বলে অ্যাশের ঘনিষ্ঠমহলের দাবি । এমন এক পরিস্থিতিতে দুই তারকা অভিনেত্রীর সম্পর্কের মধ্যে ফের একবার উঠে আসছে অমিতাভ বচ্চন প্রসঙ্গ!