For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিম অসুস্থত হতেই জেমস বন্ডের প্রথম নারী ভিলেনের খোঁজ দিলেন রামগোপাল!

কিম অসুস্থত হতেই জেমস বন্ডের প্রথম নারী ভিলেনের খোঁজ দিলেন রামগোপাল!

Google Oneindia Bengali News

হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ উত্তর কোরিযার নেতা কিম জং উন। এমন খবর ছড়িয়ে পড়তেই এই বিষয়ে বিবৃতি দিয়ে উত্তর কোরিয়া জানিয়ে দেয় যে এই খবর সর্বৈব মিথ্যা। তবে মার্কিন গোয়েন্দারা জানিয়েছে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছে।

কবে অসুস্থ হন কিম?

কবে অসুস্থ হন কিম?

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদুর জন্মদিন। এ উপলক্ষে ওই দিন আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিম। এটি অনেক বড় বিষয়। কারণ কিমের দাদু উত্তর কোরিয়ার জাতির জনকের জন্মদিন দেশটির জন্য খুব বড় অনুষ্ঠান। কিম জং-উন কখনও এ অনুষ্ঠানে অনুপস্থিত থাকেননি। এরপরই শুরু হয় গুঞ্জন।

কীমের সম্ভাব্য উত্তরাধিকারী কে?

কীমের সম্ভাব্য উত্তরাধিকারী কে?

তবে যদি কিম জং উনের শরীর সত্যি আশঙ্কাজনক হয়ে থাকে, তবে তাঁর জায়গায় কে বসবেন? বলা হয়ে থাকে, কিম রাজবংশ নিরাপদ। কিমের বোন কিম ও জং পরবর্তী উত্তরাধীকারী হতে পারেন বলে এখন গুঞ্জন উঠেছে। তিনি কেবল রাজবংশের রক্তই বহন করছেন না, রাজনীতিতে বেশ সক্রিয়ও তিনি।

কাকে বন্ড মুভির নারী ভিলেন বানাতে চান আরজিভি?

কাকে বন্ড মুভির নারী ভিলেন বানাতে চান আরজিভি?

আর এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই জেমস বন্ড মুভির কাস্টিংয়ের কাজে লেগে পড়লেন রামগোপাল ভর্মা। তাঁর মতে, কিমের পরবর্তী সম্ভাব্য উত্তরাধীকারী কিম ও জং জেমস বন্ড মুভির পারফেক্ট ভিলেন হতে পারেন। এই নিয়ে আজ একটি টুইটও করেন তিনি।

টুইট বার্তায় কিমের বোনকে নিয়ে যা লিখলেন আরজিভি

টুইট বার্তায় রামগোপাল ভর্মা লেখেন, 'এরকম একটা গুঞ্জন শুনছি যে কিম জং উন মরে গেলে তাঁর বোন উত্ত করিয়ার একনায়ক হতে পারেন। যা শুনলাম তাতে জেনেছি যে ও কিমের থেকেও নিষ্ঠুর। খুশির বিষয়টি হল যে এই প্রথম বিশ্ব জেমস বন্ডের প্রতিপক্ষ হিসাবে এক মহিলাকে পেতে চলেছে।'

৩৩ টি প্রকারভেদ রয়েছে করোনা ভাইরাসের, ঘুম ছুটেছে বিজ্ঞানীদের৩৩ টি প্রকারভেদ রয়েছে করোনা ভাইরাসের, ঘুম ছুটেছে বিজ্ঞানীদের

English summary
ram gopal verma said that kim's sister could be the first bond villain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X