For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছিয়ে গেল ‘‌ভুল ভুলাইয়া ২’‌ মুক্তির দিন, জানুন কবে মুক্তি পাচ্ছে এই ছবি

পিছিয়ে গেল ‘‌ভুল ভুলাইয়া ২’‌ মুক্তির দিন, জানুন কবে মুক্তি পাচ্ছে এই ছবি

Google Oneindia Bengali News

কার্তিক আরিয়ান অভিনীত '‌ভুল ভুলাইয়া ২’‌–এর মুক্তির দিন ফের পিছিয়ে গেল। '‌ভুল ভুলাইয়া’‌ সিক্যুয়েন্সের নতুন ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করলেন ছবির নির্মাতারা। অনীস বাজমির পরিচালিত এই '‌ভুল ভুলাইয়া ২’‌ ছবি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের ২৫ মার্চ, কিন্তু এখন তা মুক্তি পেতে চলেছে ২০ মে।

পিছিয়ে গেল ‘‌ভুল ভুলাইয়া ২’‌ মুক্তির দিন, জানুন কবে মুক্তি পাচ্ছে এই ছবি

আসলে জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত '‌আরআরআর’‌ও মুক্তি পাচ্ছে ২৫ মার্চ। আর সেকারণেই এই ছবির মুক্তি পিছিয়ে দিলেন নির্মাতারা। '‌ভুল ভুলাইয়া ২’‌ ছবিতে অভিনয় করছেন টাবু ও কিয়ারা আদবানী। এই ছবির প্রযোজক ভূসন কুমার। '‌ভুল ভুলাইয়া ২’‌ ভৌতিক–কমেডি সিনেমা। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে ঘোষণা করেছেন ভুল ভুলাইয়া ২–এর নতুন মুক্তির দিন। ২৫ মার্চের বদলে এই সিনেমাটি এখন মুক্তি পাবে ২০ মে।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি আরআরআর–এর নির্মাতা ঘোষণা করেছিলেন যে এই ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হল। এরপর তারা দু’‌টি অস্থায়ী তারিখ ঘোষণা করেছিলেন ছবির মুক্তির। কিন্তু পরবর্তী কালে চূড়ান্ত মুক্তির দিন ঠিক হয় ২৫ মার্চ। ২৫ মার্চ একাধিক ভায়ায় আরআরআর মুক্তি পাবে সিনেমা হলগুলিতে। এসএস রাজমৌলি পরিচালিত আরআরআর ১৯২৯ সালের কাহিনীর প্রেক্ষাপটে তৈরি। দুই স্বাধানতা সংগ্রামী কোমারাম ভীম ও আল্লুরি সীতারামার্জু, যাঁদের চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এই সিনেমায় বলিউডের আলিয়া ভাট, অজয় দেবগণ, অলিভিয়া মরিস, রে স্টিভেনসন সহ অন্যান্যদের দেখা যাবে। জানা গিয়েছে ৪৫০ কোটি টাকায় তৈরি হয়েছে এই সিনেমাটি।

পরিচালক অনীস বাজমির ভুল ভুলাইয়া ২ ভৌতিক–কমেডি সিনেমা। এই সিনেমায় কার্তিক আরিয়ান, টাবু ও কিয়ারা আদবানী অভিনয় করছেন। ভুল ভুলাইয়া ২–তে দেখা যাবে অমর উপাধ্যায়কেও। প্রসঙ্গত, ২০০৭ সালে অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত ভুল ভুলাইয়া বক্স অফিসে দারুণ হিট করে। তাই দর্শকদের এই সিনেমার সিক্যুয়েল নিয়ে প্রত্যাশা আরও বেশি রয়েছে বলে জানিয়েছেন সিনেমা সমালোচকরা।


English summary
‘Bhool Bhulaiyaa 2’ will be released on May 20 this year,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X