For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশিত হল 'মান্টো'-র প্রথম টিজার, জেনে নিন কী আছে তাতে, কীই বা বলছেন পরিচালক

ইন্টারনেটে মুক্তি পেল নন্দিতা দাস পরিচালিত মান্টো ছবির প্রথম টিজার ।

Google Oneindia Bengali News

৭১ তম কান চলচ্চিত্র উৎসের মঞ্চে উপস্থআপনের পর শনিবার অনলাইনে প্রকাশিত হল নন্দিতা দাস পরিচালিত মান্টো ছবির প্রথম টিজার। চলচ্চিত্রটি লেখক তথা নাট্যকার সাদাত হাসান মান্টোর জীবনের ওপর ভিত্তি করে তৈরি। মান্টোর ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

প্রকাশিত হল মান্টো-র প্রথম টিজার

ট্রেলারটিতে দেখা যাচ্ছে কাহিনী আবর্তিত হয়েছে এমন এক সময়ে য়খন আমাদের দেশ সবে স্বাধীনতা পেয়েছে। দেশ দারিদ্র্য ও দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। সেসময়ের এক বিদ্রোহী লেখক মান্টো। পরিবার নিয়েই হোক, কী সমাজ বিষয়ে সত্য বলতে কখনই ভয় পান নি তিনি। নওয়াজউদ্দিন তাঁর শরীরী ভাষায়,ভাবভঙ্গিতে এবং কণ্ঠস্বরের জাদুতে মান্টোর চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। 'ঠান্ডি গোস্ত' ছোটগল্পের জন্য মান্টোর বিরুদ্ধে মামলা হয়েছিল। ট্রেলারে এই মামলা পর্বের আদালতের দৃশ্য়ও রয়েছে।

প্রকাশিত হল মান্টো-র প্রথম টিজার

টিজারটি নওয়াজউদ্দিন টুইটে শেয়ার করেছেন। চলচ্চিত্রে আবিদ আলি আবিদের ভূমিকায় দেখা যাবে গীতিকার জাভেদ আখতারকে। মান্টোর ঘনিষ্ঠ বন্ধু আহমেদ নাদিম কাশমির ভূমিকায় অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল। ঋষি কাপুরও এক চলচ্চিত্র প্রযোজকের ছোট্ট ভূমিকায় আছেন। রাজশ্রী দেশপান্ডে রয়েছেন ইসমাত চুঘতাই-এর ভূমিকায়। এছাড়া জদ্দনবাঈ এর রোলটি করেছেন ইলা অরুণ এবং তিলত্তমা সোম আছেন এক বেশ্যার ভূমিকায়।

ট্রেলার প্রকাশে উপস্থিত ছিলেন নওয়াজউদ্দিন, রাশিকা দুগাল, তাহির রাজ ভাসিন ও পরিচালক নন্দিতা দাস। নন্দিতার দাবি কোনও বার্তা দিতে মান্টো বানানো হয়নি। তিনি বলেন, 'আমরা দর্শকদের একটা গল্প বলতে চেয়েছি। আমরা মান্টোকে মহান দেখাতে চাইনি। যাই হয়ে যাক না কেন তিনি সবসময় সত্য বলতেন। যুবকদের জন্য তিনি অত্যন্ত অনুপ্রেরণার। এটা এমন একটা চলচ্চিত্র যেখানে প্রত্যেক দর্শকের জন্য কিছু না কিছু কিছু গ্রহণীয় রয়েছে। প্রত্যেকেই নিজের ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত করতে পারবে।'

প্রকাশিত হল মান্টো-র প্রথম টিজার

নওয়াজুদ্দীন সম্পর্কে পরিচালিকা বলেন, 'মান্টোর সঙ্গে তো ওঁর নিজেরই খুব মিল আছে। মত প্রকাশ, রাগ, অহংকার, সংবেদনশীলতা, হাস্যরস সব দিক থেকেই দুজনের ব্যক্তিত্ব একই ধরনের। আমার তো মনে হয়, এই চরিত্রচা করতে নওয়াজউদ্দিনের কোনও সমস্যাই হয়নি। উনি আমাকে বলতেন এছবির পাশাপাশি আর কোনও ছবিতে কাজ করতে পারবেন না। মান্টোর চরিত্রের এতটাই গভীরে তিনি ডুবে গেছিলেন।'

প্রকাশিত হল মান্টো-র প্রথম টিজার

ছবিটি পাকিস্তানে চলবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হয় নন্দিতাকে। তিনি বলেন, 'এটা একটা মানুষের কাহিনী, যিনি একজন লেখক। দুই দেশের সীমান্তের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। এর আবেদন সার্বজনীন। আমার তো মনে হয়, প্রত্যেকেরই বিভিন্ন দিক থেকে এই গল্পের সঙ্গে নিজেকে সম্পর্কিত করতে পারবেন। আমরা কিন্তু কাউকে অবমাননা করিনি।'
২০১৮ সালের কান ফিল্ম ফেস্টিভালের একটি বিশেষ বিভাগে প্রতিযোগিতার জন্য মান্টো মনোনিত হয়েছে।

English summary
First teaser of Manto, a film by Nandita Das has released in internet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X