For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌অস্কার ২০২০:‌ একঝলকে দেখে নেওয়া যাক কার কার ঝুলিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড গেল

‌অস্কার ২০২০:‌ একঝলকে দেখে নেওয়া যাক কার কার ঝুলিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড গেল

Google Oneindia Bengali News

অবশেষে অপেক্ষার অবসান। শুরু হয়ে গেছে চলচ্চিত্র জগতের সবথেকে বড় পুরস্কার অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অস্কার পুরস্কারের চৃড়ান্ত তালিকাও সামনে চলে এসেছে। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে লস অ্যাঞ্জেলসে। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কাদের মাথার মুকুটে উঠল অস্কারের পালক সেদিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকেই। আবার কাদের সেরার সেরা থেকে ছিটকে গেলেন তা জানার আগ্রহও প্রবল রয়েছে। কোন কোন ছবি রয়েছে সেই তালিকায় সবটাই চলে এসেছে প্রকাশ্যে।

‌অস্কার ২০২০:‌ একঝলকে দেখে নেওয়া যাক কার কার ঝুলিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড গেল


প্রতি বছর ফেব্রুয়ারি মাসেই পুরস্কারের আসর বসে। প্রতি বছরের মতো এবছরও কয়েকটি ছবি ঘিরে দর্শক ও হলিউড ফ্যানেদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। সেই তালিকায় ছিল 'জোকার’, 'প্যারাসাইট’, 'ম্যারেজ স্টোরি’, 'ফোর্ড ভার্সেস ফেরারি’, 'লিটল উইমেন’, 'জোজো র‌্যাবিট’, 'ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’, '১৯১৭’ এবং 'দ্য আইরিশম্যান

১১টি বিভাগে মনোনীত '‌জোকার’‌

ইতিমধ্যেই লস অ্যাঞ্জলসের ডলবি অডিটোরিয়ামে শুরু হয়ে গেছে অস্কার পুরস্কারের অনুষ্ঠান। ইতিমধ্যেই মোট ১১ টি বিভাগে মনোনীত হয়ে অস্কারের শীর্ষে জায়গা করে নিল টড ফিলিপ্স পরিচালিত ছবি '‌জোকার’‌। এই ছবি নিয়ে অনেকেরই প্রত্যাশা ছিল যে অস্কারে জায়গা করবে। সকলের আশা বাস্তবে পরিণত হল।

সেরা অভিনেতা

অভিনয় জীবনে প্রথমবার অস্কার পুরস্কার পেলেন অভিনেতা ব্র্যাড পিট। '‌ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’‌ চলচ্চিত্রের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

অরিজিনাল স্ক্রিনপ্লে

এবারের অস্কারের মঞ্চে ইতিহাস রচনা করল কোরিয়ান ছবি '‌প্যারাসাইট’‌। ওই ছবির চিত্রনাট্যকারের দখলে গিয়েছে অরিজিনাল স্ক্রিনপ্লে পুরস্কার। প্রথম বারের জন্য ইংরেজী সিনেমাকে হারিয়ে পুরষ্কার পেল কোরিয়ান সিনেমা।

সেরা সহ–অভিনেত্রী

পুরস্কার জিতেছেন লরা ডার্ন। '‌ম্যারেজ স্টোরি’‌ ছবিতে অভিনয়ের জন্য।

সেরা তথ্যচিত্র ফিচার

এই বিভাগে নির্বাচিত হয়েছে '‌আমেরিকান ফ্যাক্টরি’‌। তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিচেল ওবামার প্রযোজনী সংস্থা। এই তথ্যচিত্রটি নেটফ্লিক্সে মুক্তি পায়।

সেরা সাউন্ড মিক্সিং

পুরস্কার জিতল '‌নাইন্টিন সেভেন্টিন’‌ ছবি।

সেরা সাউন্ড এডিটিং

পুরস্কার জিতে নিয়েছে '‌ফোর্ড ভার্সেস ফেরারি’‌ চলচ্চিত্র। এই ছবির জন্য পুরস্কার জিতে নিলেন ডোনাল্ড সিলভেস্টার।

সেরা সম্পাদনা

পুরস্কার জিতল '‌ফোর্ড ভার্সেস ফেরারি’‌ চলচ্চিত্র।

সেরা সিনেম্যাটোগ্রাফির

এই পুরস্কার জিতল চলচ্চিত্র '‌১৯১৭’‌। সিনেম্যাটোগ্রাফার রজার ডিকেন্স ছবির জন্য অস্কার জিতে নিলেন।

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম

এই বিভাগে নির্বাচিত হল '‌টয় স্টোরি ফোর’‌।

সেরা প্রোডাকশন ডিজাইন

এই শিরোপা জিতল '‌ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’‌।

সেরা অ্যাডপ্টেড চিত্রনাট্য

এই বিভাগে নির্বাচিত হল '‌জোজো র‌্যাবিট’।‌

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম

পুরস্কার জিতলো চলচ্চিত্র '‌হেয়ার লাভ’‌।

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম

এই বিভাগে নির্বাচিত হল চলচ্চিত্র '‌দ্য নেবারস উইন্ডো’‌।

সেরা ডকুমেন্টরি শর্ট

এই পুরস্কার জিতে নিল '‌লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়র জোন : ইফ ইউ আর আ গার্ল’‌।

সেরা কস্টিউম ডিজাইন

পুরস্কার জিতে নিল '‌লিটল উওম্যান’‌ ছবি।

সেরা অরিজিনাল সং

এর জন্য এলটন জন ও বার্নি তপিন (লাভ মি এগেইন) পুরস্কার জিতলেন

সেরা মিউজিক (অরিজিনাল স্কোর)

হিদুর গুয়ানদত্তির (জোকার)

সেরা সাউন্ড মিক্সিং

মার্ক টেলার ও স্টুয়ার্ট উইলসন (১৯১৭)

English summary
lets take a look at who win this year oscars award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X