For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান কোন বার্তা দিলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে

এবছর বিশ্ব পরিবেশ দিবসে ভারত লড়ছে প্লাস্টিক ব্যাগের ব্যবহারের বিরুদ্ধে। পরিবেশ রক্ষায় দেশের এই লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।

Google Oneindia Bengali News

এবছর বিশ্ব পরিবেশ দিবসে ভারত লড়ছে প্লাস্টিক ব্যাগের ব্যবহারের বিরুদ্ধে। পরিবেশ রক্ষায় দেশের এই লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। 'প্যায়ার কা পাঞ্চনামা' থেকে 'সোনু কে টিটু কি সুইটি' ফিল্মের এই নায়ক এখন দেশের অন্যতম হার্টথ্রব। পরিবেশ রক্ষার তাগিদে কার্তিক বেশ কয়েকটি নিয়ম মেনে চলেন।

কার্তিকের টিপস

কার্তিকের টিপস

এক সাক্ষাৎকারে কারে কার্তিক জানিয়েছেন গত কয়েক বছরে তিনি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার ছেড়ে দিয়েছেন। তাঁর বাড়িতে অভিবাবকরাও এগুলি ব্যবহার করেন না। আর সেই ধারা বজায় রেখেছেন অভিনেতাও।

প্লাস্টিক নিষিদ্ধ

প্লাস্টিক নিষিদ্ধ

প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে সরকার ভালো উদ্যোগ নিয়েছে বলে দাবি করেছেন কার্তিক। তবে পুরোপুরো প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করতে এখনও অনেকটা পথ হাঁটা বাকি রয়েছে বলে দাবি করেছেন এই বলিউড তারকা। তাঁর পরামর্শ শুধু প্লাস্টিকের ব্যাগ নয়, বরং প্লাস্টিকের চামচ, প্লেট, বোতল সমস্ত কিছুই নিষিদ্ধ করে দেওয়া উচিত।

এসি নিয়ে কার্তিকের পরামর্শ

এসি নিয়ে কার্তিকের পরামর্শ

কার্তিক এয়ার কন্ডিশানার ব্যবহারের ক্ষেত্রেও বেশ সচেতন বলে জানিয়েছেন। তিনি প্রয়োজন সেভাবে না হলে, বাড়িতে এসি ব্যবহার করেন না বলে দাবি করেছেন। পাশাপাশি তাঁর বক্তব্য, বাড়ি থেকে বেরনোর সময় এসি, ও ফ্যান বা লাইট অবশ্যই 'অফ' করে বেরনো উচিত। এতে পরিবেশ রক্ষা পায়।

বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস


দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে কার্তিক বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্যকে আগাত করে, এমন কোনও কাজ তিনি করেন না বলেও জানান সাক্ষাৎকারে।

English summary
Kartik Aaryan Says He stopped using plastic bottles on World enviornment day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X