For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বিরুদ্ধে এবার প্রিয়ঙ্কার সমর্থনে কোমর বেঁধে নামলেন কঙ্গনা! উঠে এলো কোন মন্তব্য

প্রিয়ঙ্কার সমর্থনে কঙ্গনা

  • |
Google Oneindia Bengali News

বলিউড এতদিন দেখে এসেছে অভিনেত্রী বনাম অভিনেত্রীর লড়াই। বহু সুন্দরীর মধ্যে 'ক্যাট ফাইট' ই দেখে অভ্যস্ত হয়েছে লাইমলাইটের দুনিয়া। তবে প্রসঙ্গ যখন 'দেশ' ও 'দেশের সম্মান' , তখন সেই সমস্ত প্রতিযোগিতাকে পিছনে ফেলে যে এগিয়ে যাওয়া যায়, তা প্রমাণ করলেন কঙ্গনা রানাওয়াত। পাকিস্তানের বিরুদ্ধে এবার প্রিয়ঙ্কার সমর্থনে নেমে তোপ দাগলেন বলিউডের 'কুইন' কঙ্গনা।

'ফ্যাশন' কো-স্টারের পাশে কঙ্গনা

'ফ্যাশন' কো-স্টারের পাশে কঙ্গনা

প্রিয়ঙ্কা চোপড়াকে রাষ্ট্রসংঘের গুডউইল অ্যাম্বাসাডরের পদ থেকে সরানোর দাবি জানিয়েছে ইসলামাবাদ। আর ভারতীয় এই অভিনেত্রীর সমর্থনে এবার পাশে এসেছেন আরও এক ভারতীয় অভিনেত্রী। কঙ্গনা প্রিয়ঙ্কার অবস্থানকে সমর্থন করে জানিয়েছেন, 'এটা খুব সহজ নয়,..যখন কেউ আবেগ আর কর্তব্যের মধ্যে পড়ে যান .. আর কেউ একজন গুড উইল অ্যাম্বাসাডর হলেও নিজের পরিচিতি তাঁর দেশের মধ্যে আটকে রাখতে পারবেন না.. তা কি সবাই করতে পারেন!'

 পাকিস্তানের দাবি কী?

পাকিস্তানের দাবি কী?


পাকিস্তান এর আগে একটি চিঠিতে রাষ্ট্রসংঘের কাছে জানিয়ে দিয়েছে যে যেহেতেু প্রিয়ঙ্কা চোপড়া কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ইস্যুতে ভারতের সমর্থনে এগিয়ে এসেছেন, ও ভারতে মোদী সরকারের পদক্ষেপকে সমর্থন করেছেন , ফলে তিনি সম্ভাব্য পরমাণু যুদ্ধকেই সমর্থন করছেন। এপ্রসঙ্গে প্রিয়ঙ্কার টুইট বার্তাকে হাতিয়ার করেছেন ইসলামাবাদ।

প্রিয়ঙ্কা টুইটে কী জানিয়েছেন!

প্রিয়ঙ্কা টুইটে কী জানিয়েছেন!


প্রিয়ঙ্কা চোপড়া এর আগে নিজের টুইটে ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানান বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর তা নিয়ে পাকিস্তান থেকে অনেকেই প্রশ্ন তোলেন যে রাষ্ট্র সংঘের গুডউইল অ্যাম্বাসাডর হয়ে এভাবে সমর্থন তিনি ভারতীয় সেনাকে কেন জানালেন? জবাবে প্রিয়ঙ্কা সাফ জানান যে তিনি 'দেশভক্ত' আগে। এরপরই ভারতীয় অভিনেত্রীর বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়ে ইসলামাবাদ।

English summary
Defending her views over the controversy while admitting that is “not an easy choice.”, Kangana said in an interaction with ANI, "when you are stuck between your duty and your emotions, being a UNICEF goodwill ambassador sure you can’t limit your identity to one nation, but how many of us choose heart over mind every day."
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X