For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গুলাবো সিতাবো' ছাড়াও ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস তৈরি করতে চলেছে একগুচ্ছ ফিল্ম! কোথায় দেখা যাবে এগুলি

'গুলাবো সিতাবো' ছাড়াও ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস তৈরি করতে চলেছে একগুচ্ছ ফিল্ম! কোথায় দেখা যাবে এগুলি

  • |
Google Oneindia Bengali News

হাতে পপকর্ন, সঙ্গে কোক কিম্বা পেপসি.. হালকা আলোর সিনেপ্লেক্সে নরম চেয়ারে পিঠ ঠেকিয়ে বসা.. সঙ্গে এসির ঠান্ডা আমেজ। কিম্বা বন্ধুরা মিলে হইহই করতে করতে কলেজ পালিয়ে কোনও নামী সিনেমা দেখা.., এই সমস্ত অভিজ্ঞতা আগামী দিনে হয়তো আর পাওয়া যাবে না! কারণ সিনেমা থিয়েটার নয় , এবার অনলাইনের ওটিটি প্ল্যাটফর্মেই ছবি মুক্তির ট্রেন্ড চালু হয়ে গেল। করোনার আবহে সেই ইতিহাস ছুঁয়ে ফেলল অমিতাভ-আয়ুষ্মানের ' গুলাব সিতাবো'। অনলাইনে এই ছবিটি ছাড়াও আরো একগুচ্ছ ছবি মুক্তি পেতে চলেছে।

বাঙালির হাত ধরে ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস

বাঙালির হাত ধরে ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস

সেই আবার এক বাঙালির হাত ধরে ভারতীয় চলচ্চিত্র পরবর্তী ধাপের পথে এগিয়ে গেল। সুজিত সরকার! এই বাঙালি পরিচালকের নির্মিত ছবি 'গুলাবো সিতাবো' আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে। যা ভারতীয় চলচ্চিত্রে কোনও দিনই ভাবা যায়নি, সাহসিকতার সঙ্গে তাইই করে দেখালেন সুজিত। ফিল্মের বক্স অফিসের যাবতীয় ঝুঁকি মাথায় নিয়ে বিগ বি অভিনীত এই ছবিকে সিনেমার বড় থিয়েটারে নয়, বরং রিলিজ করতে চলেছেন ওয়েবের পর্দায়। এমন সাহসী বাঙালির হাত ধরে দেশ চলচ্চিত্র জগতে দেখতে চলেছে এক নতুন অধ্যায়।

কোন কোন ছবি আসন্ন

বড় স্টারদের নিয়ে ফিল্মের তালিকা যদি ধরে নেওয়া হয়, তাহলে অমিতাভ অভিনীত ' গুলাবো সিতাবো'র পর বিদ্যাবালান অভিনীত ' শকুন্তলা দেবী'ও মুক্তি পাচ্ছে অনলাইনে। অনলানে দেখা যাবে অক্ষয় কুমারের 'লক্ষ্মী বম্ব'। করোনার জেরে লকজাউনের ফলে সিনেমা হল বন্ধ থাকায়, এইভাবে ছবি মুক্তি করার পথকেই বেছে নিয়েছেন প্রযোজক , পরিচালকরা।

আসছে নওয়াজে ফিল্মও!

আসছে নওয়াজে ফিল্মও!

অমিতাভের 'গুলাবো সিতাবো' ছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকির 'ঘুমকেতু' মুক্তি পাবে ওয়েবের পর্দায়। ছবিটি জি ফাইভে আসছে বলে খবর।

 অ্যামাজনে যে ছবিগুলি মুক্তি পাবে..

অ্যামাজনে যে ছবিগুলি মুক্তি পাবে..

অ্যামাজন প্রাইম ভিডিওর তরফে জানানো হয়েছে, 'গুলাবো সিতাবো' ছাড়াও , ওই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ' শকুন্তলা দেবী', 'পোনামঙ্গল বন্ধল','পেঙ্গুইন', 'ফ্রেঞ্চ বিরিয়ানি','ল', 'সুফিয়াম সুজাতাইয়ুম'। তালিকা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, শুধু বলিউড ফিল্ম নয়, ভারতের একাধিক ভাষাভাষির ছবি এবার ওয়েবের পর্দায় আসছে।

করোনার জেরে ৮.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতি বিশ্বজুড়ে! জানাল এডিবিকরোনার জেরে ৮.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতি বিশ্বজুড়ে! জানাল এডিবি

English summary
India's 7 More films to get reased in OTT platfom after Gulabo Sitabo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X