For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুরের জাদুতেই বাজিমাত! ২০২২ সালে অলকা ইয়াগনিকের গান ইউটিউবে বেশি শুনেছেন শ্রোতারা

২০২২ সালে এই শিল্পীর গান ইউটিউবে বেশি শুনেছেন শ্রোতারা

  • |
Google Oneindia Bengali News

আশি ও নব্বইয়ের দশকে বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় সংগীত শিল্পী বললে যদি কারোর কথা প্রথমে মনে আসে তিনিই হলেন অলকা ইয়াগনিক। যার নাম শুধু দেশে নয় বিদেশের মাটিতে রয়েছে। সঙ্গীত জগতের শ্রেষ্ঠ শিল্পী হিসাবে পরিচিত তিনি। তার গানের কন্ঠ অসাধারণ। তার বয়স ৫৬ বছর। এই বয়সেও তার গান শুনে যেন অবাক হতে যান সকলে। তার গান ইউটিউবে সব থেকে বেশি বার শুনেছেন শ্রোতারা। ২০২২ সালে সর্বাধিক স্ট্রিমিং শিল্পী হিসাবে বিবেচিত হয়েছেন এই সংগীত শিল্পী।

কী খেতাব জিতলেন সঙ্গীত শিল্পী

কী খেতাব জিতলেন সঙ্গীত শিল্পী

জানলে অবাক হবেন আপনিও! গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ২০২২ সালে এই জনপ্রিয় সংগীত শিল্পীর গান ১৫.৩ বিলিয়ন বার শুনেছেন তার প্রিয় শ্রোতারা। যদি প্রতিদিনের গড় করা হয় তাহলে দেখা যাবে গড়ে প্রতিদিন শ্রোতারা ৪২ মিলিয়ন বার করে শুনেছেন তার গান। আর এই কারণেই ২০২২ সালের 'মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব' খেতাব জিতেছেন এই সঙ্গীতশিল্পী। অলকা জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএসকে পিছনে ফেলে দিয়েছেন। ২০২২ সালের ইউটিউব গ্লোবাল র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক।

কোন শিল্পীর গান কতবার শোনা হয়েছে

কোন শিল্পীর গান কতবার শোনা হয়েছে

২০২২ সালে ইউটিউবে কোরিয়ান ব্যান্ড বিটিএস এর গান বেজেছে ৭.৯৫ বিলিয়ন বার। মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব ২০২২ এর সেরা পাঁচের তালিকা প্রকাশ করা হয়েছিল। যেখানে প্রথম স্থান পেয়েছেন অলকা ইয়াগনিক।বিটিএস দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে । আর বাকি তিন স্থান জায়গা করেছেন এই দেশের শিল্পীরাই। তাদের মধ্যে রয়েছেন উদিত নারায়ণ, যার গান বেজেছে ১০.৮ বিলিয়ন বার। তারপরেই স্থান রয়েছে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের। তাঁর গান শোনা হয়েছে ১০.৭ বিলিয়ন বার। এবং পঞ্চম স্থানে কুমার শানু, ৯.০৯ বিলিয়ন বার বেজেছে তাঁর গান। তবে পুষ্পা ছবির গানও কিন্তু অনেক শুনেছেন শ্রোতারা। বিশ্বের সবচেয়ে বেশি শোনা তিনটি গানের তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন এই সিনেমাটি।

 কী কী পুরস্কার পেয়েছেন শিল্পী

কী কী পুরস্কার পেয়েছেন শিল্পী

সঙ্গীত শিল্পী অলকা কুমার সানু, উদিত নারায়ণ, শান, সোনু নিগমের সঙ্গে অনেক গান ডুয়েট গেয়েছেন। চার দশকের সঙ্গীত জীবনে অনেক সিনেমা ও অ্যালবামে গান গেয়েছেন তিনি। ২০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। সেরা মহিলা প্লেব্যাক শিল্পী বিভাগে দুটি জাতীয় পুরস্কার ও সাতটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন অলকা।

সুকেশের পাতা ফাঁদে কি পা দিয়েছিলেন চাহাত খান্না, কী জানালেন অভিনেত্রী? সুকেশের পাতা ফাঁদে কি পা দিয়েছিলেন চাহাত খান্না, কী জানালেন অভিনেত্রী?

English summary
in 2022 most of the people have haeard alka yagniks songs on youtube
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X