For Quick Alerts
For Daily Alerts
(ছবি) দিলওয়ালের শ্যুটিংয়ে ফের বুলগেরিয়ায় শাহরুখ-কাজল
ভারতে কয়েকদিন কাটিয়ে ফের একবার 'দিলওয়ালে'-র শ্যুটিং বুলগেরিয়া পৌঁছে গিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ও কাজল। [দিলওয়ালের সেটে শাহরুখ-কাজল]
বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জোড়ি শাহরুখ ও কাজলকে নিয়ে পরিচালক রোহিত শেট্টির সিনেমা 'দিলওয়ালে' রিলিজ করবে আগামী ক্রিসমাসে। [শাহরুখ-কাজলের 'দিলওয়ালে'-র শুটিংয়ের কয়েকঝলক]
রোহিতের এই কমেডি ড্রামা 'দিলওয়ালে'-র প্রযোজনার দায়িত্বে রয়েছেন রোহিত নিজে ও শাহরুখের স্ত্রী গৌরী খান। শাহরুখ-কাজল ছাড়াও এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান, কৃতী শ্যানন, বোমান ইরানি এবং বিনোদ খান্না। নিচের স্লাইডে দেখে নিন, কীভাবে ফের একবার সেলুলয়েড মাতানোর প্রস্তুতি নিচ্ছেন বলিউডের অন্যতম সেরা জুটি।
{photo-feature}