For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যানসার আক্রান্ত সোনালীকে নিয়ে বিজেপি নেতার বিতর্কিত টুইট, পরিণতিতে যা ঘটল

ক্যানসারের সঙ্গে যাবতীয় কঠিন লড়াই লড়ে চলেছেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে। প্রতি মুহূর্তে জীবনকে ভরপুরভাবে আলিঙ্গন করে চলেছেন তিনি। চিকিৎসার জন্য আপাতত সোনালী রয়েছেন নিউ ইয়র্কে।

  • |
Google Oneindia Bengali News

ক্যানসারের সঙ্গে যাবতীয় কঠিন লড়াই লড়ে চলেছেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে। প্রতি মুহূর্তে জীবনকে ভরপুরভাবে আলিঙ্গন করে চলেছেন তিনি। চিকিৎসার জন্য আপাতত সোনালী রয়েছেন নিউ ইয়র্কে। তাঁর শুভানুধ্যায়ীরা প্রত্যেকেই প্রার্থনা করছেন অভিনেত্রীর আরোগ্য়ের জন্য়। এমন এক সময়ে সোনালীকে নিয়ে ভুল তথ্য দিয়ে টুইট করে ফের বিতর্কে এলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদম।

ক্যানসার আক্রান্ত সোনালীকে নিয়ে বিজেপি নেতার বিতর্কিত টুইট! পরে যা করলেন তিনি

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই এদিন বিজেপি নেতা রাম কদম পোস্ট করেন সোনালী বেন্দ্রেকে নিয়ে। তিনি বার্তায় জানন যে সোনালী ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত হন। আর এই ভুল তথা মিথ্যা খবর রাম কদমের প্রভাইলে টুইট হতেই তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, যে সোশ্যাল মিডিয়া যে ভুয়ো খবরের প্রচলন চলছে, তারই স্বীকার হয়েছেন এই বিজেপি নেতা। সোনালীকে মৃত্যু নিয়ে ভুয়ো খবর রটায় তাই তিনি শেয়ার করেন নিজের প্রোফাইলে। এরপর ঘটনার সত্যতা জানতেই তিনি নিজের ভুল স্বীকার করে আরেকটি পোস্ট করেন।

[আরও পড়ুন:প্রেমে হাবুডুবু খাচ্ছেন ফারহান! চিনে নিন তাঁর নতুন সঙ্গিনীকে][আরও পড়ুন:প্রেমে হাবুডুবু খাচ্ছেন ফারহান! চিনে নিন তাঁর নতুন সঙ্গিনীকে]

নতুন পোস্ট-এ ক্ষমা চেয়ে নেন রাম কদম। তড়িঘড়ি সরিয়ে দেন তাঁর পুরনো সোশ্যাল মিডিয়ার পোস্টটি। তিনি স্বীকার করে নেন, যে সোনালী বেন্দ্রের সম্পর্কে ভুল তথ্যের ভিত্তিতে তিনি আগের পোস্টটি করেন।

উল্লেখ্য, আপাতত নিউ ইয়র্কে চিকিৎসাধীন সোনালী। লড়াইয়ের সত্ত্বেও তিনি যে তিলে তিলে নিজেকে জীবনবোধে উৎসাহিত করছেন , সেই বার্তা দিয়ে তিনি নিজে একটি পোস্ট করেন।

[আরও পড়ুন: ২০১৯ সালের 'অস্কার'-এ থাকছে না এক বিশেষ বিভাগ ][আরও পড়ুন: ২০১৯ সালের 'অস্কার'-এ থাকছে না এক বিশেষ বিভাগ ]

English summary
After announcing her diagnosis, multiple false reports of the actress’ death have been doing the rounds.After several concerned fans fell prey to these malign reports, BJP MLA Ram Kadam wishes Sonali Bendre a speedy recovery after her wrong tweet on actress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X