For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেটিং-এ ব্ল্যাকমেল করে ফাঁসানো হয়েছে আরবাজকে! কোন তথ্য উঠে এল অভিনেতার বয়ানে

আইপিএল বেটিং এ নিজের যোগ স্বীকার করে নিয়েছেন অভিনেতা আরবাজ খান। তাঁর সঙ্গে বেটিং এ অন্যতম অভিযুক্ত সোনু জালানের নামও সামনে এসেছে ।

Google Oneindia Bengali News

আইপিএল বেটিং এ নিজের যোগ স্বীকার করে নিয়েছেন অভিনেতা আরবাজ খান। তাঁর সঙ্গে বেটিং এ অন্যতম অভিযুক্ত সোনু জালানের নামও সামনে এসেছে । গ্রেফতার করা হয়েছে সোনু জালানকে। এদিকে, পুলিশি জেরার মুখে একাধিক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন আরবাজ। পাশাপাশি, বেশ কয়েকটি দাবিও করেছেন সলমনের ভাই।

বেটিং-এ ব্ল্যাকমেল করে ফাঁসানো হয়েছে আরবাজকে! কোন তথ্য উঠে এল অভিনেতার বয়ানে

আরবাজের দাবি , নয়াদিল্লিতে একাধিক অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হত। সেখানের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকত বেটিং কিংপিন সোনু জালানও। সেই সূত্রেই জালানের সঙ্গে যোগাযোগ হয় আরবাজের। সেই সময়ে একাধিক ছবিতে সোনু ও আরবাজ ফ্রেমবন্দি হন। এরপর থেকেই আরবাজকে জোর করে বিভিন্ন পার্টিতে নিয়ে যেতন সোনু। আরবাজ অভিযোগ করেছেন , সোনু তাঁকে ব্ল্যাকমেল করত। পুরনো ফোন রেকর্ডিং সমেত বিভিন্ন ছবি তুলে সোনু তাঁর কাছে পাঠাত। আর জোর করে বেটিং সংক্রান্ত একাধিক জায়গায় নিয়েও যেত।

শুধু আরবাজ নন, এর আগে এনফোর্সমেন্ট ডিরোক্টোরেটের একাধিক অফিসারকে ব্ল্যাকমেল করেছেন সোনু। সেই অফিসারও বর্তমানে সিবিআই-এর তদন্তের আওতায় রয়েছেন। জানা গিয়েছে যেকাউকে ব্ল্যাকমেল করতে হলে হানিট্যাপের সুযোগ নিয়ে সেই সমস্ত ভিডিও-ও ব্যবহার করত জালান। উল্লেখ্য, পুলিশ সূত্রের দাবি বেটিং এর টাকা নিয়ে গত বছর সোনু জালানের সঙ্গে আরবাজ খানের ঝামেলা হয়। আরবাজকে ২.৭৫ কোটি টাকা দিতে বলে জালান। এই থেকেই দুজনের মধ্যে শুরু হয় সমস্য়া। পুলিস সূত্রের খবর, আপাতত আরবাজ খানকে গোটা ঘটনার সাক্ষী হিসাবে রাখতে চলেছে তদন্তকারী সংস্থা। আপাতত ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

English summary
Arbaaz Khan says he was blackmailed, forced to attend events by Betting criminals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X