For Quick Alerts
For Daily Alerts
আলিয়া-সিদ্ধার্থের রঙ মাখামাখি, কোনও গোপন রসায়নের ইঙ্গিত ?
বেশ কিছুদিন ধরেই বলিউডের এদিক ওদিক থেকে খবর উড়ছিল আলিয়া ভট ও সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ' ছবির এই মিষ্টি জুটি একে অপরের প্রেমে পড়েছেন বলে খবর ছিল।
তবে হোলির দিন এই উড়তে থাকা খবরের সত্যতার কিছুটা হয়তো ক্যামেরা বন্দি হল। এবছরের হোলিতে সিদ্ধার্থ ও আলিয়াকে একসঙ্গে রঙ মাখামাখি করতে দেখা গেল। নিজেরা মুখে কিছু না বললেও তাঁদের একে অরপরকে রঙ মাখাবার ধরণ নিয়ে উঠছে নানা কথা।

কথায় আছে, 'একটি ছবি ১০০০ কথা বলে দেয়'। ইন্ডাস্ট্রির গসিপ কুইনরা কিন্তু বলছেন, সিদ-আলিয়ার একসঙ্গের ছবিতে অনেক গোপন রয়াসন ধরা পড়ছে। অনেকেই বলছে এই ছবিই বলে দিচ্ছে দুজনের মধ্যে কী চলছে।
তবে শুধু সিদ্ধার্থই নয়, অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গেও হোলি খেলতে দেখা যায় আলিয়াকে। তবে সে খবর পুরনো কারণ বরুণের সঙ্গে 'বদ্রিনাথ কি দুলহানিয়া' ছবির প্রমোশনে বেড়িয়ে ছিলেন আলিয়া।