For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্নকান্ডে ধৃত রাজ কুন্দ্রাকে ঘিরে তোলপাড়ের মাঝে শার্লিন চোপড়াকে তলব পুলিশের প্রপার্টি সেলের

Google Oneindia Bengali News

পর্নকাণ্ডে ধৃত রাজ কুন্দ্রার ব্যবসায়িক গতিবিধি নিয়ে তদন্তে নেমেছে পুলিশষ। ইতিমধ্যেই ঘটনার জেরে মুম্বই পুলিশ একাধিকজনকে জেরা করেছে। কয়েকদিন আগে মুম্বই পুলিশ জেরা করে অভিনেত্রী শার্লিন চোপড়াকেও। এরপর এদিন শার্লিনকে মুম্বই পুলিশের প্রপার্টি সেল তলব করেছে।

শার্লিনই প্রথম মুখ খোলেন?

শার্লিনই প্রথম মুখ খোলেন?

অভিনেত্রী শার্লিন চোপড়া জানিয়েছেন যে, তিনিই প্রথম ব্যক্তিত্ব যিনি রাজ কুন্দ্রা মামলায় প্রথমবার পুলিশের সামনে মুখ খোলেন। শার্লিন গত ২২ জুলাই মুম্বই পুলিশকে রাজের মিডিয়া সংস্থা সম্পর্কে জানা যাবতীয় তথ্য জানিয়েছেন বলে খবর। এক ভিডিওতে তিনি জানান আর্মস প্রাইম নামে একটি অ্যাপ সম্পর্কেওতিনি জানিয়েছেন।

পুনমকে খোঁচা

পুনমকে খোঁচা

এর আগে , শার্লিন জানিয়ে দেন যে যখনই রাজ কুন্দ্রা ইস্যুতে তাঁকে মহারাষ্ট্রের সাইবার সেল ডেকে পাঠিয়েছে, তখনই তিনি সেখানে গিয়ে নিজের কথা জাবিয়েছেন। কার্যত খোঁচার সুরে অভিনেত্রী পুনম পান্ডেকে টার্গেট করে শার্লিন জানান, আমাকে মুম্বই পুলিশের সাইবার সেল ডেকেছিল। আমি গিয়েছিলাম। আমি অন্য কারোর মতো আন্ডারগ্রাউন্ড হয়ে যাইনি বা বলিনি 'শিল্পার জন্য খারাপ লাগছে '। প্রসঙ্গত, রাজ কান্ডে মুখ খুলে শিল্পা শেট্টিকে নিয়ে পুনম পান্ডে কয়েকদিন আগে বলেন 'শিল্পার জন্য আমার খারাপ লাগছে'।

চলছে তদন্ত , শার্লিনকে সমন

চলছে তদন্ত , শার্লিনকে সমন

এদিকে, রাজ কুন্দ্রা কাণ্ডে শার্লিনকে সমন করেছে মুম্বই পুলিশের প্রপার্টি সেল। ফলে রাজ কুন্দ্রার ব্যবসায়িক লেনদেন ঘিরে শার্লিনের সামনে কোনও প্রশ্ন আসতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, রাজকে হেফাজতে নিতে মরিয়া চেষ্টায় মুম্বই পুলিশ। ইতিমধ্যেই ২৭ জুলাই পর্যন্ত রাজের পুলিশি হেফাজত রয়েছে। এরপর রাজকে আরও কয়েকদিন পুলিশি হেফাজতে নিতে চাইছে মুম্বই পুলিশ।

পর্নকাণ্ডে গ্রেফতার ১১

পর্নকাণ্ডে গ্রেফতার ১১

এদিকে, রাজ কুন্দ্রাকে কেন্দ্র করে পর্নকাণ্ডে ১১ জন এপর্যন্ত গ্রফতার হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন শিল্পর স্বামীও। এদিকে, মামলা রাজের বিরুদ্ধে যেতে পারে, এমন কিছু তথ্য প্রমাণ নথি পুলিশের হাতে এসেছে বলে খবর। অন্যদিকে, রাজেরই দফতরের কয়েকজন কর্মী রাজের বিরুদ্ধে সাক্ষ দিতে রাজি হয়েছেন। ফলে রাজের বিপাক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

English summary
Property cell Summons Sherlyn Chopra after her statement recorded on Raj Kundra case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X