For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রজনীকান্ত থেকে প্রভাসদের রোজগার কত! দক্ষিণী সুপারস্টারদের পারশ্রমিকের অঙ্ক তাক লাগাচ্ছে

রজনীকান্ত থেকে প্রভাসদের রোজগার কত! দক্ষিণী সুপারস্টারদের পারশ্রমিক তাক লাগাচ্ছে

  • |
Google Oneindia Bengali News

বলিউডের সঙ্গেই তেলুগু থেকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একের পর এক তাবড় ব্লকবাস্টার উঠে এসেছে। ভারতীয় চলচ্চিত্রে একাধিক বাণিজ্যিক লাভজনক ছবি উঠে এসেছে দক্ষিণী ফিল্মের হাত ধরে। শুধু তাই নয়। রজনীকান্ত থেকে প্রভাসের মতো আঞ্চলিক ফিল্মের তারকারা কার্যত বলিউডের তারকাদের স্টারডামকে ছাপিয়ে গিয়েছেন। একনজরে দেখা যাক, দক্ষিণী ছবির নায়কদের রোজগার কত।

প্রভাস

প্রভাস

'বাহুবলী' পরবর্তী সময়ে বলিউড থেকে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কার্যত প্রভাসের স্টারডামকে কেউ ছুঁতে পারেনি। 'বাহুবলী' রেকর্ড ব্রেকিং হিটের পর ছবির অফারই শুধু নয়, প্রভাসের সামনে আসতে শুরু করে বিশাল মূল্যের টাকার অঙ্কের অফার। সেখানে ছবির লাভের কত অংশ প্রভাস রাখবেন তার অঙ্ক প্রস্তাবিত হচ্ছে প্রভাসের কাছে। সাম্প্রতিক একটি রিপোর্টে জানা গিয়েছে যে 'বিজয়ন্তি ফিল্মস' এর একটি প্রোডাকশনের জন্য প্রভাস ১০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন। ফলে আপাতত তিনিই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা বলে জানা যাচ্ছে।

রজনীকান্ত

রজনীকান্ত

সদ্যই তিনি রাজনীতি থেকে মুক্তি চেয়েছেন। দক্ষিণ ভারত কার্যত রজনীকান্তকে দেবতুল্য বলে গণনা করে! তাঁর স্টারডাম কাশ্মীর থেকে কন্যাকুমারীকা পর্যন্ত।থালাইভা রজনীকান্ত ২০২০ সালে 'দরবার' ছবির জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গিয়েছে। ফলে তিনি একটি ছবির জন্য এই পরিমাণ টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গিয়েছে।

 জুনিয়ার এনটিআর

জুনিয়ার এনটিআর

প্রতিটি ছবি পিছু ২০ থেকে ২৫ কোটি টাকা পারিশ্রমিক পান জুনিয়ার এনটিআর। তবে জানা গিয়েছে সদ্য তিনি ৩৩ কোটি টাকা প্রতিটি ফিল্মে পারশ্রমিক পাচ্ছেন।

রামচরণ তেজা

রামচরণ তেজা

চিরঞ্জিবীর পুত্র রাম চরণ তেজার আয়ও কিছু কম নয়! এই তেলুগু স্টার রাজামৌলির 'আরআরআর' ছবিতে ৩৩ কোটি টাকা পারিশ্রমিক হিসাবে পাচ্ছেন বলে খবর। যবে থেকে তাঁর ছবি ২০০ কোটির অঙ্ক পেরিয়েছে তবে থেকেই 'মগধিরা'স্টার এই টাকা দাবি করছেন প্রতিটি ফিল্মের সাপেক্ষে।

যশ

যশ

'কেজিএফ' স্টার যশ ছবি হিট হতেই ৩০ কোটি টাকার পারিশ্রমিক দাবি করছেন প্রতিটি ফিল্মে। কেজিএফ এর দ্বিতীয় পার্টের জন্য তিনি ৩০ কোটি টাকা পাচ্ছেন বলে খবর। তার আগে তিনি ১৫ কোটি টাকা প্রথম পার্টের জন্য পেতেন।

মহেশ বাবু

মহেশ বাবু

দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু প্রতিটি ছবির জন্য ৪০ কোটি টাকা পাচ্ছেন। তবে জানা গিয়েছে , তাঁর আসন্ন প্রজেক্টের জন্য তিনি ৪০ থেকে ৮০ কোটি টাকা দাবি করতে পারেন।

ধনুশ

ধনুশ

সুপারস্টার রজনীকান্তের জামাই ধনুশের অভিনয় দক্ষতা প্রশ্নাতীত। তিনি প্রতিটি ছবির জন্য ৩০ কোটি থেকে ৩১.৭৫ কোটি টাকা পাচ্ছেন বলে জানা গিয়েছে।

কমল হাসান

কমল হাসান

রজনীর সমসাময়িক অভিনেতা হলও রজনীর থেকে পারিশ্রমিকের বিচারে পিছিয়ে রয়েছেন কমল হাসান। বিগবস তামিল সঞ্চালনার জন্য তাঁর পারিশ্রমিক ৩৪ কোটি টাকা।

 অজিত

অজিত

দক্ষিণ ভারত মানেই 'থালা অজিত'। এই সুপারস্টারকে কার্যত বহু তারকাই কুর্নিশ করেনয। ফ্যানেদের কথা তো কোন ছাড়! প্রতি ফিল্মে অজিকের আয় ৪০ কোটি টাকা।

সকলকে পিছনে ফেললেন বিজয়!

সকলকে পিছনে ফেললেন বিজয়!

'থালাপতি ৬৫' ছবির জন্য সদ্য শোনা যাচ্ছে দক্ষিণী তারকা বিজয় দাবি করেছেন ১০০ কোটি টাকা। যা কার্যত রজনীকান্তের থেকেও বেশি। ফলে বিজয়ের এই পারিশ্রমিক ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

মোহন লাল

মোহন লাল

মালায়লাম স্টার মোহন লালের একটি ছবি থেকে আজ ৬৪.৫ কোটি টাকা। সদ্য 'প্রিস্ট' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে মালায়ম ছবির এই তারকাকে। এর আগে মনিরত্নমের 'ইরুভর' এ তাঁর অভিনয় মুগ্ধ করেছে বহু ফিল্ম সমালোচককে।

English summary
Rajinikant to Prabhas and Vijay, know who are the Highest paid south Indian actors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X