For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রেমিকাকে যখন ইচ্ছে থাপ্পড় না মারলে আবেগ থাকে না '! বিতর্কে 'কবীর সিং'-এর পরিচালক

অনেকেই তেলুগু ফিল্ম 'অর্জুন রেড্ডি' কিংবা বলিউডের 'কবীর সিং' দেখে মন্তব্য করেছিলেন ,বাস্তবের কোনও পুরুষ যেন এভাবে অনুপ্রাণিত না হয়ে যান এই ফিল্মের চরিত্রটি দেখে!

  • |
Google Oneindia Bengali News

অনেকেই তেলুগু ফিল্ম 'অর্জুন রেড্ডি' কিংবা বলিউডের 'কবীর সিং' দেখে মন্তব্য করেছিলেন ,বাস্তবের কোনও পুরুষ যেন এভাবে অনুপ্রাণিত না হয়ে যান এই ফিল্মের চরিত্রটি দেখে! বক্স অফিসে বাণিজ্যিক সাফল্যে এগিয়ে চলা 'কবীর সিং' এর পরিচালক সন্দীপ বঙ্গা এবার জড়িয়ে পড়লেন নতুন এক বিতর্কে।

প্রেমিকাকে যখন ইচ্ছে থাপ্পড়.. ছুঁয়ে না দেখতে চাইলে আবেগ থাকে না ! বিতর্কে কবীর সিং-এর পরিচালক


সন্দীপ এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন,' আমি যখন ফিল্মৈর শ্যুটিং শুরু করেছিলাম, তখনই জানতাম এটা বক্স অফিসে হিট করবে।' প্রসঙ্গত, এই ছবি ইতিমধ্যেই ২১৮ কোটি টাকার বাজার করে ফেলেছে। ২০১৯ সালের অন্যতম সেরা ছবি হতে চলেছে এই 'কবীর সিং'। ছবিতে বহুবার দেখানো হয়েছে 'নায়ক' চরিত্রের কবীর, ক্ষোভে মারধর করছেন প্রেমিকাকে। আর এই দৃশ্যগুলিকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে পরিচালক সন্দীপ বলেন,' যদি তুমি প্রেমের মধ্যে থাকো, গভীর ভাবে আবদ্ধ থাকো নিজের প্রেমিকা (বা প্রেমিকের ) প্রতি, সেখানে একে অপরকে থাপ্পড় মারার অধিকার না থাকলে , আমি সেখানে আবেগ খুঁজে পাইনা।'

একধাপ এগিয়ে, কবীর সিংএর কার্যাবলীকে কার্যত 'ন্যায়যুক্ত' বলে দাবি করে সন্দীপ বলেন,' যদি তুমি প্রেমিকাকে থাপ্পড় না মারতে পারো, নিজের প্রেমিকাকে যথন খুশি ছুঁতে না পারো , যদি চুম্বন করতে না পারো , তাতে কোনও আবেগ থাকে না।' প্রসঙ্গত, প্রেমের মধ্যে থাকলেও একজন মহিলাকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে ছোঁয়া বা তাঁর 'না' কে 'না' হিসাবেই ধরে নেওয়ার পক্ষে জোর সওয়াল করেছিল বলিউড ফিল্ম ' পিঙ্ক'। সেই বলিউডেরই পরিচালক সন্দীপ তত্ত্ব দিয়েছেন ' প্রেমে থাপ্পড় মারার অধিকার ' প্রসঙ্গে। ফলে বলিউডে এই নবাগত পরিচালককে ঘিরে স্বভাবতই দানা বেঁধেছে বিতর্ক।

English summary
If you can’t slap, touch your woman wherever you want, I don’t see emotion says Kabir singh director.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X