রোশনরা কি ধর্মীয় কারণেই সুনয়নার প্রেম নিয়ে ক্ষুব্ধ! হৃতিক ফাঁস করলেন গোপন কথা
হৃতিক রোশনের পরিবারে বোন সুনয়নাকে ঘিরে একাধিক বিতর্ক উঠে এসেছে। তারমধ্যে অন্যতম সুনয়নার প্রেমজীবন। সুনয়নার দাবি , তাঁর প্রেমিক রুহিল ইসলাম ধর্মাবলম্বী হওয়ার তাঁকে মেনে নিচ্ছেন না রাকেশ রোশন। অন্যদিকে, শোন যাচ্ছে সুনয়না তাঁর প্রেম জীবন নিয়ে রোশন পরিবারের সমর্থন না পেয়ে ঝুঁকেছেন কঙ্গনার পক্ষে। আর এমন এক পরিস্থিতিতে গোটা বিতর্ক নিয়ে মুক খুললেন হৃতিক।

হৃতিকের দাবি
এক সাম্প্রতিক সাারকারে হৃতিক সুনয়না প্রসঙ্গে বলেন,' এটা একটা ব্যক্তিগত বিষয় আমার কাছে।' এরপর একধাপ এগিয়ে দিদি সুনয়না সম্পর্কে হৃতিক বলেন, ' দিদি(সুনয়না)র একন যা অবস্থা তা নিয়ে কিছু বলাটা আমার সঠিক কাজ হবে না।'

সুনয়না বিতর্কে হৃতিক
হৃতিক বলেন, এটা একটা সত্যিই অনভিপ্রেত পরিস্থিতি। 'সম্ভবত অনেক পরিবারই আমাদের পরিবারের মতো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আমাদের মতোই তাঁরাও হয়তো অসহায়। ..' এমন পরিস্থিতির জন্য দেশের দুর্বল মেডিক্যাল পরিকাঠামো দায়ী বলে মনে করছেন হৃতিক।

ধর্মীয় কারণ ও সুনয়না
হৃতিক জানান, 'ধর্ম কোনও বড় বিষয়ই নয় আমাদের পরিবারে। আমার গোটা জীবনে এটা নিয়ে মাথা ঘামাতে দেখিনি পরিবারকে। আমার বিশ্বাস বিশ্বও এভাবে ভাবছে। ' প্রসঙ্গত, সুনয়না রোশন ইস্যুতে এভাবেই গোটা বিতর্কের জবাব দেন হৃতিক। এর আগে সুনয়না দাবি করেছিলেন তাঁর বয়ফ্রেন্ড রুহিল আমি মুসলিম হওয়ায় তাঁকে 'জঙ্গি' তকমা দিয়েছিলেন রাকেশ ও তাঁর পরিবার। যা কার্যত নস্যাৎ করে দিয়েছেন হৃতিক।
[আরও পড়ুন: 'পুরুষদের এদেশে কেউ তো উত্যক্ত করতেই পারেন না'! কঙ্গনাকে চরম কটাক্ষ হৃতিকের ]