For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুক্তির আগে আইনি বিপদে ‘‌রাম সেতু’‌, অক্ষয় কুমারে বিরুদ্ধে অভিযোগ দায়ের সুব্রহ্মণ্যম স্বামীর

Google Oneindia Bengali News

আইনি জটিলতার সম্মুখীন হতে পারে অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা '‌রাম সেতু'‌। এই সিনেমাটি একটি অ্যাকশন-ড্রামার ওপর নির্ভরশীল যেখানে দেখানো হবে রাম সেতু শুধুই মানুষের প্রচলিত বিশ্বাস নাকি এর বাস্তবে অস্তিত্ব ছিল, তাই নিয়ে প্রত্নতাতত্ত্বিক তদন্ত। বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ইতিমধ্যেই অক্ষয় কুমারের আগামী ছবি '‌রাম সেতু'‌র বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তিনি জানান যে মিথ্যাচারের কারণে ও ভুল তথ্য দেখানোর জন্য রাম সেতুর টিমের কাছে তিনি ক্ষতিপূরণও চাইবেন। উল্লেখ্য, অক্ষয় নিজেও বিজেপি ঘনিষ্ঠ বলেই পরিচিত বলিউড ইন্ডাস্ট্রিতে।

মুক্তির আগে আইনি বিপদে ‘‌রাম সেতু’‌

সুব্রহ্মণ্যম স্বামী কর্মা মিডিয়াকে ট্যাগ করে এই মাসের গোড়াতেই টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, '‌আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে রাম সেতুর মাহাত্ম্য চুরি করছেন?' তবে সাংসদের সাম্প্রতিক টুইট দেখে মনে হচ্ছে যে নির্মাতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। বিজেপি সাংসদের দাবি, তাঁর সঙ্গে এর পরেও কেউ যোগাযোগ না করায় রাম সেতু নিয়ে তৈরি দু'টি ছবিকেই কাঠগড়ায় তুলতে বাধ্য হলেন তিনি। সুব্রহ্মণ্যম স্বামী দু'টি ছবি নিয়েই লিখেছেন, 'ক্ষতিপূরণ দাবি করে মামলা রুজু করেছেন আমার সহযোগী সত্য সবরওয়াল। রাম সেতু নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করার কারণে অক্ষয় কুমার-সহ ছবির কলাকুশলীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনছি।'

এখানে উল্লেখ্য, অক্ষয় কুমার অভিনাক রাম সেতুর পরিচালক অভিষেক শর্মা ও সহ-প্রযোজনায় রয়েছে তাঁরই সংস্থা কেপ অফ গুড ফিল্মস সঙ্গে অ।আমাজন প্রাইম ভিডিও ও আরও দুই প্রযোজনা সংস্থা। অপরদিকে কর্মা মিডিয়ার সিনেমা সেতু, যার পরিচালক বিশাল চতুর্বেদী ও প্রযোজক শৈলেশ আর সিং। অন্য একটি টুইটে বিজেপি সাংসদ অক্ষয় কুমারের কানাডার নাগিকত্ব নিয়ে কথা বলতে গিয়ে বলেন, '‌অভিনেতা অক্ষয় কুমার যদি এক জন বিদেশি নাগরিক হন, তবে আমরা সেই দেশকে জানিয়ে তাঁর গ্রেফতারির ব্যবস্থা করে এখান থেকে তাড়িয়ে দিতে পারি।'

অন্যদিকে, সত্য সবরওয়াল দাবি করেছেন, রাম সেতু সম্পর্কে সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা মামলার ছবি পোস্টার হিসাবে ব্যবহার করেছে কর্মা মিডিয়া। এটি অপরাধ। ছবির পরিচালক বিশাল চতুর্বেদী অবশ্য এ নিয়ে মুখ খোলেননি। প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক শর্মা পরিচালিত 'রাম সেতু' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা ও সত্য দেবের মতো অভিনেতাদের। ছবিটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যিখানে অবস্থিত রাম সেতুর তৈরির পেছনে আসল সত্যের খোঁজে থাকা একজন প্রত্নতাত্ত্বিকের গল্প বলবে। ২৪ অক্টোবর মুক্তি পেতে চলেছে রাম সেতু।

English summary
Subramanian Swamy suing Akshay Kumar regarding Ram Setu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X