For Quick Alerts
For Daily Alerts
ওমা লুডো খেলোনি নাকি কখনও!!
সকালে চা খেতে খেতে রবিবাসরীয়তে চোখ বোলাচ্ছিল সৌরভ। হঠাত তার বউ রিয়া একটা লুডো খেলার ছক্কা আর দান ফেলবার প্লাস্টিকের ছক্কাদানি নিয়ে হাজির।

প্রমাদ গুনল সৌরভ, একিরে বাবা! সাতসকালেই লুডো খেলতে হবে নাকি!!
ছক্কাদানিতে ছক্কাটা ভরে রিয়া সৌরভের দিকে এগিয়ে দিল, 'এই নাও, দান ফেলো। যদি ১,২,৩,৪ বা ৫ পড়ে তাহলে আজ আমায় শপিং-এ নিয়ে যেতে হবে।
সৌরভ দেখল আজ আর
বাঁচবার উপায় নেই। তাও অ্যাকাউন্টস সেকশনে কাজ করে,
মনে মনে প্রোবেবিলিটির অঙ্ক কষে দেখল, যে রিয়াকে শপিং-এ নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ৮৩%। শেষ খড়কুটোটা আকড়ে ধরার মতো মিনমিনে গলায় জিজ্ঞেস করল,
'আর যদি ছক্কা পড়ে?'
হেসে ফেলল রিয়া, 'ওমা লুডো খেলোনি নাকি কখনও!! ছক্কা পড়লে আবার দান ফেলার সুযোগ পাবে।'