For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিপিএ, জুনিয়র টেকনিক্যাল অফিসার সহ বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি ইউপিএসসি-র

ডিপিএ, জুনিয়র টেকনিক্যাল অফিসার সহ বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি ইউপিএসসি-র

  • |
Google Oneindia Bengali News

ডিপিএ, জুনিয়র টেকনিক্যাল অফিসার সহ বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। কোন কোন শূন্যপদ পূরণের জন্য কবের মধ্যে আবেদন করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, তা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদনের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত সীমা কত, তাও বলে দেওয়া হয়েছে।

ডিপিএ, জুনিয়র টেকনিক্যাল অফিসার সহ বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি ইউপিএসসি-র

মোট শূন্যপদ : ২৪৯

কোন বিভাগে নিয়োগ : বিভিন্ন সরকারি বিভাগে নিয়োগ করা হবে।

কোথায় নিয়োগ : দেশের বিভিন্ন প্রান্তে।

কোথা থেকে আবেদন করা যাবে : দেশের সব জেলা থেকে আবেদন করা যাবে।

কোন কোন পদে নিয়োগ : জুনিয়র টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মেডিসিন প্রফেসার, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসেকিউটার, ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট, লেকচারার, স্পেশালিস্ট গ্রেড থ্রি প্রফেসর (বিভিন্ন)।

শিক্ষাগত যোগ্যতা

ডিগ্রি, পিজি, ডিপ্লোমা, বি.ই/বি.টেক, আইন, এমবিবিএস।

বয়সের চূড়ান্ত সীমা

১) জুনিয়র টেকনিক্যাল অফিসার : সর্বাধিক ৩০ বছর

২) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিসিং হারবার) : সর্বাধিক ৩৫ বছর

৩) স্পেশালিস্ট গ্রেড থ্রি প্রফেসর (বিভিন্ন) : সর্বাধিক ৪০ বছর

৪) লেকচারার : সর্বাধিক ৪৫ বছর

৫) অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসেকিউটার : সর্বাধিক ৩৫ বছর

৬) ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট : সর্বাধিক ৩০ বছর

নির্বাচন প্রক্রিয়া : লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট

পরীক্ষার ফি

১) জেনারেল : ২৫ টাকা (অনগ্রসর শ্রেণি, মহিলা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য টাকা লাগবে না)।

২) ডেবিট বা ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

আবেদনের সময়সীমা

১) আবেদন শুরু : ২৩/০১/২০২১

২) অনলাইন আবেদনের শেষ তারিখ : ১১/০২/২০২১

English summary
Union Public Service Commission has published a notification for the recruitment in various post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X