For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Job News: স্টেট ব্যাঙ্কের বিজ্ঞপ্তি, কোনও পরীক্ষা ছাড়াই নিয়োগ! বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত

Job News: স্টেট ব্যাঙ্কের বিজ্ঞপ্তি! কোনও পরীক্ষা ছাড়াই নিয়োগ, বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত

  • |
Google Oneindia Bengali News

কালেকশন ফেসিলিটেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কাজ হবে ক্রেডিট মনিটরিং ডিপার্টমেন্টে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা ১৪৩৮। এর মধ্যে সাধারণ ৬৮০, ইডব্লুএস ১২৫, এবিসি ৩১৪, তফশিলি জাতি ১৯৮, তফশিলি উপজাতি ১২১।

 আবেদনের তারিখ

আবেদনের তারিখ

২২ ডিসেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ১০ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

বেতন

করণিকদের ক্ষেত্রে ২৫ হাজার টাকা, জেএমজিএস ৩৫ হাজার টাকা, এবং এমএমজিএস II ও এমএমজিএস III-এর ক্ষেত্রে ৪০ হাজার টাকা।

কীভাবে আবেদন

কীভাবে আবেদন

স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদন করার নির্দিষ্ট জায়গা রয়েছে। সেখানে প্রথমে আবেদনকারীর ছবি ও সই আপলোড করতে হবে। সেখানে আবেদনের ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়া

স্টেট ব্যাঙ্ক এবং সংযুক্ত ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নেওয়া অফিসার এবং করণিকদের জন্য এই সুযোগ। সেই কারণে কোনও পরীক্ষা দিতে হবে না। অনলাইনে আবেদন করতে হবে। সেখান থেকে চাকরি প্রার্থীদের তালিকা তৈরি করা হবে। তারপর তাঁদেরকে ইন্টারভিউ-এ ডাকা হবে। ১০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ১ থেকে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবেয আবেদন করতে পারবেন, যআঁদের বয়স ৬৩ বছরের কম, একমাত্র তাঁরাই। আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

https://sbi.co.in/documents/77530/25386736/21122022_Advertisement+Collection+Facilitators.pdf/f0a0b733-bfad-2c6a-26b9-8439878beb7a?t=1671627616983

Job News: কেন্দ্রীয় সরকারি বিভাগে বেশ কিছু আইনজীবী নিয়োগ, আবেদন করতে হবে তাড়াতাড়ি Job News: কেন্দ্রীয় সরকারি বিভাগে বেশ কিছু আইনজীবী নিয়োগ, আবেদন করতে হবে তাড়াতাড়ি

English summary
SBI will recruit retired bank Officers and Staffs of SBI and other Associates Banks on Contract Basis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X