For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের জন্য ১০ হাজার পদে চাকরি রয়েছে ভারতের এই নামী সংস্থায়! সুবর্ণ সুযোগ সম্পর্কে বিস্তারিত জানুন

মহিলাদের জন্য ১০ হাজার পদে চাকরি রয়েছে ভারতের এই নামী সংস্থায়! সুবর্ণ সুযোগ সম্পর্কে বিস্তারিত জানুন

  • |
Google Oneindia Bengali News

একটি গোটা কারখানা কেবল চলবে মহিলাদের দ্বারা! এমনটা বহু বছর আগেও ভাবা যেত না। বা ভাব গেলেও তা ভারতের বুকে বাস্তবিক রূপ নেবে, তা অনেকেই বাবতে পারেননি কয়েক বছর আগেও। তবে সেই স্বপ্নপূরণ হতে চলেছে। তামিলনাড়ুতে 'ওলা' ফিউচার ফ্যাক্টরি এবার সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটি ইভি প্ল্যান্ট চালু করতে চলেছে। ভারত সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় এই নয়া উদ্যোগটি রচিত হয়েছে। সসংস্থার চেয়ারম্যান ভবিশ আগরওয়াল সোমবার একথা জানিয়েছেন। এমন এক উদ্যোগে তিনি সামিল হতে পেরে রীতিমতো খুশি বলেও জানিয়েছেন তিনি।

বিশ্বের সবচেয়ে বড় মহিলা পরিচালিত কারখানা

বিশ্বের সবচেয়ে বড় মহিলা পরিচালিত কারখানা

'আত্মনির্ভর ভারতের প্রয়োজন আত্মনির্ভর মহিলাদের', এই ট্যাগলাইন দিয়ে এদিন ধনকুবের তথা ওয়লা ফিউচার ফ্যাক্টরির প্রধান ভবিশ আগরওয়াল জানিয়েছেন তামিলনাড়ুর বুকে তাঁরা নয়া উদ্যোগটি নিচ্ছেন। এতে বহু মহিলার চাকরি সম্পন্ন হবে। প্রায় ৫০০ একর জমির উপর এই কারখানা তৈরি হচ্ছে। এই সংস্থায় কারখানাটির আওতায় যে পণ্য তৈরি হবে তা সম্পূর্ণভাবে মহিলা দ্বারা পরিচালিত হবে। ফলে কারখানার সর্বতারিক্তি ক্ষুদ্র কাজ থেকে শুরু করে সর্ববৃহৎ কাজ পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই মহিলারাই সমস্ত কিছু পরিচালনা করবেন।

মহিলাদের কর্মসংস্থান

মহিলাদের কর্মসংস্থান

এই বিশেষ কারখানার প্ল্যান্টটিতে অন্ততপক্ষে ১০ হাজার জন মহিলার জন্য একযোগে কাজ করার সুযোগ রয়েছে। ফলে ১০ হাজার রকমের পদে বিভিন্ন জায়গায় এই কাজ করার সুযোগ রয়েছে। ওলার তরফে ২৪০০ কোটি টাকার বিনিয়োগ গত বছরই জানানো হয়েছে। সেই সূত্র ধরে এবার তামিলনাড়ুতে , তারা নতুন একটি প্ল্যান্ট খুলতে চলেছেন। আর গোটা ওই কারখানাটিই হবে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত।

কোন পণ্য উৎপাদন হবে?

কোন পণ্য উৎপাদন হবে?

জানা গিয়েছে, ২,৪০০ কোটি টাকা বিনিয়োগ তামিলনাড়ুতে যে বড় কারখানাটি তৈরি করেছে ওলা , সেটি ইলেকট্রিক স্কুটার নির্মাণের কাজে ব্যবহার করা হবে। প্রথমে ১০ লাখ স্কুটার প্রস্তুতি শুরু হবে। পরে তা কাজের হার ও কারখানার পরিকাঠামোর উপর নির্ভর করে বাড়ানো হবে। প্রথমে ১০ লাখ থেকে শুরু করে সেই উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ২০ লাখ করা হবে। এরপর চাহিদার পরিমাণ অনুযায়ী বাড়ানো হবে ইলেক্ট্রিক স্কুটারের উৎপাদনের পরিমাণ। এছাড়াও ওলার তরফে জানানো হয়েছে, এক কোটি ইউনিট উৎপাদন করার ক্ষমতা রয়েছে তাদের কারখানায়। যা কার্যত বিশ্বের দুচাকার যান উৎপাদনের ১৫ শতাংশ। ফলে তা নিঃসন্দেহে ভারতের পক্ষে একটি গর্বের অধ্যায় হতে চলেছে।

মহিলা নির্ভরতা

মহিলা নির্ভরতা

ওলার তরফে সাফ জানানো হয়েছে যে, মহিলাদের কর্নসংস্থার নিয়ে এটি আপাতত তাঁদের প্রথম পদক্ষেপ। যাতে মহিলারা আর্থিক সাহায্য সহজেই পেয়ে থাকেন। ওলার তরফে জানানো হয়েছে যে, যাতে সমস্ত ধরনের ক্ষেত্রের বিচারে মহিলাদের জীবন উন্নত হয়, তারদিকে তাকিয়েই এমন উদ্যোগ নিয়েছেন তাঁরা। এক্ষেতরে মহিলাদের কাজের দক্ষতা ও গুণকে নজরে রেখে নতুন এক পথ চলা শুরু করবে সংস্থা। এর আগে ১৫ সেপ্টেম্বর ওলা ইলেকট্রিক স্কুটার তৈরি করবে ভেবেও পিছিয়ে আসে। সেই সময় প্রযুক্তিগত বাধা তারা পায় বলে জানায় ওলা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Atmanirvar Bharat mission, Ola to employ ten thousand woman in their plant.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X