For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SSC-র সংশোধিত বিজ্ঞপ্তি, প্রায় ২০ হাজার কনস্টেবল পদের সংখ্যা বৃদ্ধি! মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন

কনস্টেবল পদে নিয়োগের সংখ্যা বাড়িয়েছে স্টাফ সিলেকশন কমিশন। এব্যাপারে আগেকার বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে তাঁদের নিয়োগ করা হবে। তবে খুব তাড়াতাড়ি এব্যাপারে আবেদন করতে হবে। কম্পিউটার

  • |
Google Oneindia Bengali News

কনস্টেবল পদে নিয়োগের সংখ্যা বাড়িয়েছে স্টাফ সিলেকশন কমিশন। এব্যাপারে আগেকার বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে তাঁদের নিয়োগ করা হবে। তবে খুব তাড়াতাড়ি এব্যাপারে আবেদন করতে হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং শারীরিক দক্ষতা পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

অক্টোবরে যখন নিয়োগের মূল বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল এবং কর্মপ্রার্থীরা আবেদন শুরু করেছিলেন, তখন শূন্যপদের সংখ্যা ২৪৩৬৯ বলা হয়েছিল। তবে সংশোধিত যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, সেখানে শূন্যপদের সংখ্যা ৪৫২৮৪ বলা হয়েছে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ-এ এই নিয়োগ করা হবে।
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/corrigendum_I_26112022.pdf

বেতনক্রম

বেতনক্রম

কনস্টেবলদের বেতনক্রম শুরু ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

কর্মপ্রার্থী নির্বাচন প্রক্রিয়া

কর্মপ্রার্থী নির্বাচন প্রক্রিয়া

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং শারীরিক দক্ষতা যাচাইয়ের মাধ্যমে পুরুষ ও মহিলা প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের ফি ও আবেদনের পদ্ধতি

আবেদনের ফি ও আবেদনের পদ্ধতি

সাধারণ আবেদনকারীদের ১০০ টাকা করে ফি দিতে হবে। তবে মহিলা প্রার্থী, তফশিলি জাতি, উপজাতি এবং অবসরপ্রাপ্ত সমরকর্মীদের এই ফি দিতে হবে না। অনলাইনে যেমন আবেদন করতে হবে, ঠিক তেমনই অলনাইনেই এই ফি জমা দিতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে আবেদনকারীকে এব্যাপারে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। ক্লিক করুন https://ssc.nic.in/

মূল শত্রু আরএসএস! বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে কৌশলগত অবস্থান ব্যাখ্যা সিপিআইএম নেতা মহঃ সেলিমেরমূল শত্রু আরএসএস! বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে কৌশলগত অবস্থান ব্যাখ্যা সিপিআইএম নেতা মহঃ সেলিমের

English summary
Increasing over 20 thousand posts SSC announces to recruit 45284 Constable in central forces through out India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X