For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদাউ করে জ্বলছে জিও-র টাওয়ার, কৃষক রোষেই জেরেই অগ্নিসংযোগ? জেনে নিন আসল সত্যি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জ্বলন্ত মোবাইল টাওয়ার! কৃষক রোষেই জেরেই অগ্নিসংযোগ?

  • |
Google Oneindia Bengali News

দেশজোড়া আন্দোলনের আবহেই দিন যত গড়িয়েছে কৃষকদের ক্ষোভ গিয়ে পড়েছে রিলায়েন্সের উপর। ইতিমধ্যেই রিলায়ান্সের বিভিন্ন সামগ্রী এবং পরিষেবা বয়কটের ডাকও দেওয়া হয় কষক ইউনিয়নগুলির তরফে। সূত্রের খবর, অতিমধ্যেই কৃষক রোষের কবলে পড়ে শুধুমাত্র পাঞ্জাবেই ৯ হাজার টাওয়ারের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে জিও-র দেড় হাজার মোবাইল টাওয়ার। অন্যদিকে এর মাঝেই জিও-র টাওয়ারে আগুন লাগার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

দাউদাউ করে জ্বলছে জিও-র টাওয়ার, কৃষক রোষেই জেরেই অগ্নিসংযোগ? জেনে নিন আসল সত্যি

এই ঘটনা সামনে আসতেই ফের উত্তাল হয় রাজ-রাজনীতি। কৃষকদের হিংসাত্মক মনোভাবেরও কড়া সমালোচনা করতে দেখা যায় সমাজের একটা বড় অংশের মানুষকে। যদিও সমর্থন মেলে হাজার হাডার মানুষের তরফে। আর এই বিতর্কের মাঝেই সামনে এল নতুন তথ্য। ফেসবুক সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগুনের কবলে পড়া যে মোবাইল টাওয়ারের ভিডিও দেখা যাচ্ছে তা আদপে জিও-র নয় বলেই খবর।

সূত্রের খবর, যে ভিডিওটি সামনে এসেছে সেটি আদপে ২০১৭ সালে দেহরাদুনে তোলা। সেই সময় এই খবরটি একাধিক মিডিয়া হাউসের তরফে রিপোর্টও করা হয়। সেখান থেকেই জানা যাচ্ছে এই ২০১৭ সালের ২৯ জুন দেরাদুনের বসন্ত বিহার পুলিশ স্টেশনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মূলত শর্ট সার্কিটের কারণেই একটি বাড়ির ছাদে থাকা মোবাইলে টাওয়ারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা যায়। কিন্তু বর্তমানে এই ঘটনার সঙ্গে চলমান কৃষক আন্দোলনকে জুড়ে দেওয়াতেই নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

৫০০ জনের পার্টি! হেসেই কুটিপাটি নেইমার! কী বললেন ব্রাজিল তারকা?৫০০ জনের পার্টি! হেসেই কুটিপাটি নেইমার! কী বললেন ব্রাজিল তারকা?

Fact Check

দাবি

Video shows Jio tower on fire in Punjab

সিদ্ধান্ত

This is a 2017 video from Dehradun

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Viral burning mobile tower on social media! the arson is due to the anger of the farmers?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X