For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর-পূর্বে চিন সীমান্তের নিকটবর্তী গ্রামগুলিকে খালি করা হচ্ছে? কী জানাল ভারতীয় সেনা

Google Oneindia Bengali News

চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী গ্রামগুলিকে খালি করা হচ্ছে না। এই কথা স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় সেনা। এমনকী অরুণাচলপ্রদেশ এবং অসমের নাগরিকদের সংবাদমাধ্যমের এই ধরনের খবরে গুরুত্ব না দেওয়ার আর্জি জানায় তারা। ভারতীয় সেনার তরফে জানানো হয়, গ্রাম খালি করার এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।

কী জানানো হয় সেনার তরফে?

কী জানানো হয় সেনার তরফে?

এই বিষয়ে অসমের তেজপুর ডিফেন্সের জনসংযোগ আধিকারিকের তরফে টুইট করা হয়। লেখা হয়, 'প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে গ্রামগুলি খালি করা হচ্ছে, এই ধরনের খবর মিথ্যা। অরুণাচলপ্রদেশ এবং অসমের নাগরিকদের এই গুজবে গুরুত্ব না দেওয়ার আর্জি জানানো হচ্ছে। প্রশাসনের তরফে সমস্তরকম তথ্য জেনে নিশ্চিত হন।'

সংবাদমাধ্যমে প্রকাশিত ভুয়ো খবর

সংবাদমাধ্যমে প্রকাশিত ভুয়ো খবর

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়, লাদাখে চিন-ভারত সীমান্ত পরিস্থিতি তপ্ত। অরুণাচলপ্রদেশের তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী গ্রামগুলি খালি করানো হয়েছে। এই সংবাদ প্রকাশিত হওয়ার পরেই ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানানো হয়, খবর ভুয়ো। সম্পূর্ণ বিষয়টিই অস্বীকার করে তারা।

উত্তপ্ত এলএসি

উত্তপ্ত এলএসি

এপ্রিল-মে মাস থেকেই লাদাখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। জুনে ভারত-চিনা সেনা সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। চিনের তরফে হতাহতের কোনও খবর নিশ্চিত করা হয়নি। এদিকে সম্প্রতি আবার প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে সীমান্ত পরিস্তিতি তপ্ত হয়েছে। কীভাবে সমস্যার সমাধান হবে, এখন সেই অপেক্ষাই। তারই মধ্যে অরুণাচল থেকে পাঁচ ভারতীয়কে অপহরণ করারো অভিযোগ ওঠে পিএলএ-র বিরুদ্ধে।

 অবশেষে খোঁজ মিলল নিখোঁজ পাঁচ ভারতীয়র

অবশেষে খোঁজ মিলল নিখোঁজ পাঁচ ভারতীয়র

এদিকে অবশেষে খোঁজ মিলল নিখোঁজ পাঁচ ভারতীয়র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন অরুণাচলপ্রদেশের পাঁচ যুবক। শোনা যাচ্ছিল, চিনের সেনারা তাঁদের অপহরণ করেছে। এই নিয়ে ভারতীয় সেনার তরফে একটি হটলাইন ম্যাসেজও করা হয়েছিল চিনকে। একদিন আগেই তার জবাব আসে। ওই পাঁচ নিখোঁজ ভারতীয় চিনের ভূখণ্ডেই রয়েছে। হটলাইন ম্যাসেজের উত্তরে একথা স্বীকার করেছে চিনের লিবারেশন আর্মি।

সেনার হয়েই কাজ করে ওই পাঁচ যুবক

সেনার হয়েই কাজ করে ওই পাঁচ যুবক

ওই পাঁচ যুবক অরুণাচল প্রদেশের সুবনসিরি জেলার বাসিন্দা। তাঁরা ভারতীয় সেনার পোর্টার ও গাইডের কাজ করতেন। পরিবারের তরফে জানানো হয়, গত সপ্তাহের শুক্রবার জঙ্গলে কাজ করতে যাওয়ার পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁদের। প্রসঙ্গত, কয়েক মাস আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল।

<strong>চিন-পাকিস্তানকে সহজেই কাঁপাবে রাফাল! ভারতীয় বায়ুসোনার নয়া যুদ্ধবিমানের বিশদ একনজরে</strong>চিন-পাকিস্তানকে সহজেই কাঁপাবে রাফাল! ভারতীয় বায়ুসোনার নয়া যুদ্ধবিমানের বিশদ একনজরে

Fact Check

দাবি

village near LAC in Assam and Arunachal Pradesh is being vacated

সিদ্ধান্ত

Indian Army clarified that no village near LAC in Assam and Arunachal Pradesh is being vacated

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Indian Army clarified that no village near LAC in Assam and Arunachal Pradesh is being vacated
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X