For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তি কপিল দেবের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর, ক্ষিপ্ত মদন লালের কড়া জবাব

কিংবদন্তি কপিল দেবের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর, ক্ষিপ্ত মদন লালের কড়া জবাব

  • |
Google Oneindia Bengali News

১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক তথা কিংবদন্তি কপিল দেবের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবরে কাঁপাল সোশ্যাল মিডিয়া। কদিন আগেই হৃদপীণ্ডে অ্যাঞ্জিওপ্ল্যাস্টি হওয়া প্রাক্তন ভারতীয় তারকা প্রয়াত হয়েছেন বলে রব তোলেন নেটিজেনদের একাংশ। সেই খবর যে ভুয়ো, তা সাফ জানিয়ে দেন কপিল দেবের প্রাক্তন সতীর্থ তথা গ্রেট মদনলাল। ঘটনায় রেগেও গিয়েছেন তিনি।

কিংবদন্তি কপিল দেবের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর, ক্ষিপ্ত মদন লালের কড়া জবাব

পরিবার সূত্রে খবর, গত ২২ সেপ্টেম্বর বুকে ব্যাথা অনুভব করেন কিংবদন্তি কপিল দেব। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৬১ বছরের প্রাক্তন তারকার শরীরে কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ এসেছিল। হৃদরোগে আক্রান্ত কপিলের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি হয়েছিল। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছিল।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা কপিল দেবের মৃত্যুর খবর চাউর করে দেয় বলে অভিযোগ। সেই খবর ঝড়ের গতিতে ভাইরালও হয়ে যায়। যদিও সেই খবর যে ভুয়ো, তা পরে জানা যায়। ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য মদনলাল, টুইটারে এ সংক্রান্ত লম্বা বিবৃতি দেন।

১৬ বছরের কেরিয়ারে ভারতীয় দলের জার্সিতে ১৩১টি টেস্ট ও ২২৫টি ওয়ান ডে খেলেছেন কপিল দেব। টেস্টে ৪৩৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৫২৪৮ রানও করেছেন হরিয়ানা হ্যারিকেন। দেশের হয়ে ওয়ান ডে-তে ২৫৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান করেছেন কপিল দেব। ২০১০ সালে আইসিসি-র 'হল অফ ফেম'-এ অন্তর্ভূক্ত হয় ভারতীয় কিংবদন্তির নাম।

Fact Check

দাবি

Legendary Indian Cricketer and World Cup winning Captain Kapil Dev Dies

সিদ্ধান্ত

Death News of Kapil Dev is False

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Fake news on Kapil Dev's heath goes viral in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X