For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্যামসং কিংবা LG, সোমবার থেকে এমন ৪৩টি স্মার্টফোনে ব্যবহার হবে না WhatsApp! তালিকায় আপনারটা নেই তো?

বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক জরুরি কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছে WhatsApp। প্রতিউ মুহূর্তে ডকুমেন্ট থেকে শুরু করে ভিডিও এসেই থাকছে। জনপ্রিয় এই মেসেঞ্জিং অ্যাপ শুধু একটা বয়সের সময়ের মধ্যে জড়িয়ে নেই। বাচ্ছা থেকে বুড়ো সমস্ত মানু

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সবথেকে ব্যবহৃত মেসেঞ্জিং অ্যাপ WhatsApp। গোটা বিশ্বের কয়েক কোটি মানুষ WhatsApp ব্যবহার করেন। এই মুহূর্তে এই মেসেঞ্জিং অ্যাপ ছাড়া ভাবা যায় না।

কিন্তু বিশ্বের এই বৃহৎ মেসেঞ্জিং অ্যাপকে নিয়ে খবর। আগামী কয়েকদিনের মধ্যে পুরানো সমস্ত স্মার্টফোনে ব্যবহার বন্ধ করে দেবে এই সোশ্যাল প্লার্টফর্মটি। তেমনই ৪৩টি পুরানো স্মার্টফোনে আরও ব্যবহার করা যাবে না।

যদি আপনার কাছে এই সমস্ত স্মার্টফোনের একটিও থাকে তাহলে এখনই বদলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। না হলে বন্ধ হয়ে যাবে WhatsApp অ্যাকাউন্টটি।

বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক জরুরি কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছে WhatsApp। প্রতিউ মুহূর্তে ডকুমেন্ট থেকে শুরু করে ভিডিও এসেই থাকছে। জনপ্রিয় এই মেসেঞ্জিং অ্যাপ শুধু একটা বয়সের সময়ের মধ্যে জড়িয়ে নেই।

বাচ্ছা থেকে বুড়ো সমস্ত মানুষের সঙ্গে জড়িত এই অ্যাপ। আর এই অবস্থায় আপনার ব্যবহৃত স্মার্টফোনে যদি হোয়টস অ্যাপ ্যহার বন্ধ হয়ে যায় তাহলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

কবে থেকে বন্ধ হচ্ছে WhatsApp

কবে থেকে বন্ধ হচ্ছে WhatsApp

আগামী ১লা নভেম্বর অর্থাৎ সোমবার থেকে কিছু স্মার্টফোনে এই মেসেঞ্জিং অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে। সেই তালিকার মধ্যে রয়েছে একাধিক অ্যানড্রোয়েড ফোন। এমনকি পুরানো আইওএস থেকেও কাজ করা বন্ধ হয়ে যাবে হোয়াটস অ্যাপের।

রিপোর্ট অনুসারে 4.0.4 অনুযায়ী চলে এমন স্মার্টফোনে আগামী ১ লা নভেম্বর থেকে আর কাজ হবে না। এমনকি iOS 9 এর উপর চলে এমন কোনও আইফোন যদি ব্যবহার করা তাহলে ওই ফোনে WhatsApp আর ব্যাবহার করা যাবে না। এতে ব্যবহারকারীদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

কোন স্মার্টফোনগুলিতে চলবে না WhatsApp

কোন স্মার্টফোনগুলিতে চলবে না WhatsApp

যদি আপনি Samsung এর স্মার্টফোন ব্যবহার করেন তাহলে এই সমস্ত মডেলের ফোনে WhatsApp বন্ধ হয়ে যাবে। সেই তালিকার মধ্যে যেমন রয়েছে Samsung Galaxy Trend Lite, Samsung Galaxy Trend II, Samsung Galaxy SII, Samsung Galaxy S3 mini, Samsung Galaxy Xcover 2, Samsung Galaxy Core এবং Samsung Galaxy Ace 2 এর মতো স্মার্টফোনগুলি রিয়েছে।.

তেমনই যদি Sony ব্র্যান্ডের Sony Xperia Miro, Sony Xperia Neo L এবং Sony Xperia Arc S এর মতো ফোনগুলিতেও আগামী ১লা নভেম্বরের পর থেকে WhatsApp এর সুবিধা পাওয়া যাবে।

Huawei ব্র্যান্ডের একাধক Huawei Ascend G740, Huawei Ascend Mate, Huawei Ascend D Quad XL, Huawei Ascend D1 Quad XL, Huawei Ascend P1 S এবং Huawei Ascend D2 এর মতো স্মার্টফোনগুলি রয়েছে.

এছাড়াও WhatsApp ব্যবহার করতে পারবে না ZTE Grand S Flex, ZTE V956, ZTE Grand X Quad V987 এবং ZTE Grand Memo মতো স্মার্টফোন গুলিতেও। ফলে এই তালিকার মধ্যে যদি কোনও স্মার্টফোন আপনি ব্যবহার করেন তাহলে এখনই বদলে নেওয়ার কোথা বলা হচ্ছে।

এছাড়াও LG Lucid 2, LG Optimus F7, LG Optimus F5, LG Optimus L3 II Dual, LG Optimus F5, LG Optimus L5, LG Optimus L5 II, LG Optimus L5 Dual, LG Optimus L3 II, LG Optimus L7, LG Optimus L7 II Dual, LG Optimus L7 II, LG Optimus F6, LG Optimus L4 II Dual, LG Optimus F3, LG Optimus L4 II, LG Optimus L2 II এর মতো স্মার্টফোনগুলিতেও আগামী ১ লা নভেম্বরের পর WhatsApp সাপোর্ট করবে না।

অ্যাপলেও চলবে না হোয়াটশ অ্যাপ

অ্যাপলেও চলবে না হোয়াটশ অ্যাপ

যে সমস্ত অ্যাপলের ফোনে হোয়াটস অ্যাপ চলবে না সেই তালিকাও দেওয়া হল। তথ্য অনুযায়ী, Apple iPhone SE, Apple 6s এবং Apple 6s Plus এর মতো অ্যাপল ব্যবহারকারীরা আগামী ১ লা নভেম্বর থেকে ওই সমস্ত আইফোনে আর WhatsApp ব্যবহার করতে পারবেনা।

এছাড়াও এই তালিকার মধ্যে রয়েছে Lenovo A820, HTC Desire 500, Alcatel One Touch Evo 7 সহ আরও বেশ কয়েকটি ফোন রয়েছে। Caterpillar Cat B15, Wiko Cink Five, Wiko Darknight, , UMi X2, Faea F1 এবং THL W8 এর মতো স্মার্টফোনে আর হোয়াটস অ্যাপ ব্যবহার হবেনা।

English summary
WhatsApp will not work in 43 smartphones including samsung, LG
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X