For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন ব্যবসা শুরু করতে চান? সহজেই কীভাবে লোনের আবেদন করতে পারেন জেনে নিন

নতুন ব্যবসা শুরু করতে চান? সহজেই কীভাবে লোনের আবেদন করতে পারেন জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

কোভিড আবহে দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ার সাথে নিম্নমুখী চাকরির বাজারও। গত বছর লকডাউনের সঙ্গে সঙ্গেই ধাক্কা খায় অর্থনীতি, গণছাঁটাইয়ের জোয়ারে বেকারত্ব গ্রাস করে দেশের যুবসমাজকে। সেই পরিস্থিতি থেকে বাঁচার পন্থা হিসেবে বহু নাগরিকই চাকরির চেয়ে ব্যবসাকে অধিক গুরুত্ব দিচ্ছেন। স্বভাবতই স্টার্ট-আপ বা নয়া ব্যবসার জন্য যে মূলধন দরকার, তার যোগান দিতে হাজির ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক সংস্থাগুলি। চাহিদা বাড়ছে ব্যবসায়িক ঋণ বা বিজনেস লোন-এর।

বিজনেস লোন পেতে সমস্যায় পড়তে পারে স্টার্ট-আপ

বিজনেস লোন পেতে সমস্যায় পড়তে পারে স্টার্ট-আপ

ব্যবসায়িক ঋণ পাওয়ার ক্ষেত্রে মূলত বড়ো ব্যবসায়ীদেরই ভরসা করে ব্যাঙ্কগুলি। ক্রমবর্ধমান ঋণখেলাপির জেরে ঋণগ্রহীতাদের উপর থেকে ভরসা হারিয়েছে ঋণপ্রদানকারী সংস্থাগুলি। এমতাবস্থায় লোন পাওয়ার ক্ষেত্রে নতুন ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। অর্থনীতিবিদদের মতে, বর্তমানের কঠিন সময়ে ব্যবসা শুরুর আগে একটি সুনির্দিষ্ট প্ল্যান ও ভবিষ্যতের পদক্ষেপগুলির ব্লু-প্রিন্ট আগাম ছকে ফেলা আবশ্যক।

 লোন পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি ?

লোন পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি ?

ব্যাঙ্কে ব্যবসায়িক লোনের আবেদন করতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি বলে জানাচ্ছেন ব্যবসায়িক বিশেষজ্ঞরা। স্টার্ট-আপ সংস্থার অর্থনৈতিক লক্ষ্যমাত্রা, ব্যবসায়িক কৌশল, আয়ের মডেল, ব্যবসার ব্যাপকতা, উন্নতি ও বিনিয়োগের কৌশল, বাজারের লক্ষণ, প্রশাসনিক নিয়মবিধি ও সিবিল স্কোরের মতো বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয়। ব্যাঙ্ককে ঋণ প্রদানের বিষয়ে সন্তুষ্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলিই প্রধান বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

 গুরুত্ব বিজনেস প্ল্যান

গুরুত্ব বিজনেস প্ল্যান

ব্যবসায়িক লোন পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক কৌশলের পুঙ্খানুপুঙ্খ প্রতিলিপি নিয়ে ব্যাঙ্কে যোগাযোগ করতে হয়। এক্ষেত্রে অনেকে প্রাতিষ্ঠানিক লেখকদের এই লেখার দায়িত্ব দিয়ে থাকেন। লোন ও সুদ প্রদানে ব্যবসায়ী কতদূর সমর্থ হবে, তা স্পষ্ট হয় এই বিজনেস প্ল্যান থেকেই। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যাঙ্কের ভিন্ন ভিন্ন প্রকল্প থাকে। ঋণ নেওয়ার ক্ষেত্রে তাই বাজার গবেষণা দরকারি।

কোল্যাটেরালের উল্লেখে সহজে লোন

কোল্যাটেরালের উল্লেখে সহজে লোন

সকল তথ্যাদি বিচার করে তবেই ঋণ দেয় ব্যাঙ্ক। এক্ষেত্রে ব্যাঙ্কের কাছে কোল্যাটেরাল হিসেবে কোনো অর্থসম্পদ বা সম্পত্তির উল্লেখ করলে সহজে ঋণ পাওয়া যায়, জানাচ্ছেন ব্যাঙ্ক আধিকারিকরা। ব্যবসায়িক কৌশল খতিয়ে দেখে ব্যবসায় কতটা লগ্নির প্রয়োজন, তা পর্যবেক্ষণ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সকল বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে তবেই ঋণ প্রদানের দিকে এগোয় ব্যাঙ্ক।

English summary
Find out how you can get a loan for a new start-up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X