For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেটে আয়কর ঘোষণায় মধ্যবিত্তদের উপর কমল চাপ? কতটা লাভবান হবেন করদাতা? ডিফল্ট সিস্টেম কোনটি?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিলেন নতুন ট্য়াক্স রেজিমই এখন থেকে ডিফল্ট সিস্টেম। একনজরে দেখে নেওয়া যাক একজন করদাতা কর সংক্রান্ত নতুন ঘোষণায় কতটা লাভবান হতে পারেন।

Google Oneindia Bengali News

দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট আজ সংসদে পেশ করলেন নির্মলা সীতারামন। তাতে উল্লেখযোগ্য দিক আয়কর-কাঠামোয় বড় রদবদল। লোকসভা নির্বাচনের আগে মধ্যবিত্তর মন জয়ের প্রচেষ্টাও নির্মলার পেশ করা কেন্দ্রীয় বাজেটে দেখা গিয়েছে বলে অভিমত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। একনজরে দেখে নেওয়া যাক, আয়কর সংক্রান্ত কোন কোন ঘোষণা হলো এবং তাতে কতটা লাভবান হবেন করদাতারা।

নির্মলার ঘোষণায় স্বস্তি করদাতাদের

নির্মলার ঘোষণায় স্বস্তি করদাতাদের

নির্মলা সীতারামন ২০২০ সালের বাজেটে নতুন ট্যাক্স রেজিমের (New Tax regime) বা কর কাঠামো ঘোষণা করেছিলেন। যদিও পুরানো কর কাঠামোকেও বেছে নিতে পারেন করদাতারা। এবারের বাজেট পেশের পরেও তা পারবেন। যদিও নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছেন, আয়কর প্রদানের ক্ষেত্রে ডিফল্ট সিস্টেম ধরা হবে নতুন ট্যাক্স রেজিমকেও।

নতুন রেজিমে উল্লেখযোগ্য ছাড়

নতুন রেজিমে উল্লেখযোগ্য ছাড়

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন আয়কর সংক্রান্ত ঘোষণা করতে যাচ্ছিলেন তার আগে বলেন, এই ঘোষণার দিকেই সকলে তাকিয়ে রয়েছেন। এরপরই তিনি বলেন, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বার্ষিক ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে সাত লক্ষ টাকা করা হলো। অর্থাৎ সাত লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না। যদিও এটি নতুন ট্যাক্স রেজিমে।

কোন স্ল্যাবে কত কর?

কোন স্ল্যাবে কত কর?

বাজেটে পার্সোনাল ইনকাম ট্যাক্স রেজিমে যে নতুন স্ল্যাবের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন, তাতে বলা হয়েছে, ০ থেকে ৩ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কোনও কর দিতে হবে না। ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে ৫ শতাংশ। ৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত ১০ শতাংশ, ৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ ও ১২ থেকে ১৫ শতাংশ বার্ষিক আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ কর জমা দিতে হবে। ১৫ লক্ষ বা তার বেশি হলে ৩০ শতাংশ কর দিতে হবে।

ডিফল্ট নতুন রেজিম

ডিফল্ট নতুন রেজিম

২০১৪ সালের পর থেকে আয়করের স্ল্যাবের পরিবর্তন হয়নি। বেসিক পার্সোনাল ট্যাক্স ছাড়ের সীমা সর্বশেষ সংশোধিত হয়েছিল মোদী সরকার ক্ষমতায় আসার ঠিক পরেই। ২০২০ সালে নতুন ইনকাম ট্যাক্স রেজিম বা কর কাঠামোরঘোষণা করেন। সেটি এতদিন ছিল অপশনাল। এখন সেটিকেই ডিফল্ট হিসেবে ঘোষণা করলেন নির্মলা। তবে পুরানো রেজিমকেও করদাতারা বেছে নিতে পারবেন। নতুন ঘোষণায় ধরা যাক, কোনও ব্যক্তির বার্ষিক আয় ৯ লক্ষ টাকা। ৫ শতাংশ কর দিতে হলে তাঁকে আয়কর জমা দিতে হবে ৪৫০০০ টাকা। বর্তমান কর-কাঠামোয় তাঁকে ৬০ হাজার টাকা কর গুনতে হতো। ফলে বাজেটের ঘোষণায় সেই ব্যক্তির পকেটে থাকবে অতিরিক্ত ১৫ হাজার টাকা।

কর্মসংস্থানে জোর

কর্মসংস্থানে জোর

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, বেসরকারি বেতনভুক কর্মচারীদের অবসরকালীন ছুটির বিনিময়ে অর্থপ্রাপ্তি বা লিভ এনক্যাশমেন্টের নিরিখে করছাড়ের বিষয়টি ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হলো। এবারের বাজেটে অর্থনীতির বিকাশ, কর্মসংস্থানের আরও সুযোগবৃদ্ধি, ফিসকাল ডেফিসিট কমিয়ে আনার কথা বলা হয়েছে। ২০২৩-২৪ অর্ষবর্ষে রাজস্ব ঘাটতি ৫.৯ শতাংশে নিয়ে আসার লক্ষ্য ধার্য হয়েছে। বর্তমান অর্থবর্ষে তা ছিল ৬.৪ শতাংশ।

<strong>বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে</strong>বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

English summary
Union Budget 2023-24: New Tax Regime Is The Default System, Announces Finance Minister Nirmala Sitharaman. Know How Much A Taxpayer Can Save With New Announcements.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X