For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিক্সড ডিপোজিট থেকে কীভাবে রিটার্ন বাড়াবেন

money, fixed deposit, tax free bonds, conpany fixed deposits, how to increase return from fixed deposit, return, টাকা, ফিক্সড ডিপোজিট, ট্যাক্স ফ্রি বন্ড, কোম্পানি ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট থেকে কীভাবে রিটার্ন বা

  • |
Google Oneindia Bengali News

ফিক্সড ডিপোজিট (fixed deposit) সবসময়ই পূর্ব নির্ধারিত রিটার্ন দেয়। যা সম্পূর্ণভাবে শেয়ার কিংবা সোনায় বিনিয়োগের থেকে আলাদা। যদিও ফিক্সড ডিপোজিট থেকেই রিটার্নের পরিমাণ বাড়ানো ( increase return from fixed deposit) যেতে পারে। নির্দিষ্ট আমানত কিংবা নির্দিষ্ট সুদের বিষয়গুলিতে আগে থেকে নজর দিতে হবে।

কোথায় বেশি পাওয়া যাচ্ছে

কোথায় বেশি পাওয়া যাচ্ছে

বিশ্বাসযোগ্য যেসব জায়গাগুলিতে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে যেদিকে নজর দিতে হবে। এব্যাপারে কোনও কোম্পানির ফিক্সড ডিপোজিটও ভাল হতে পারে। এক্ষেত্রে ছয়মাসের জটিল সুদে রিটার্ন পাওয়া যায়। এক্ষেত্রে কোনও ব্যাঙ্কের একই সুদ হলেও, তা পাওয়া যায় তিন মাসে। এক্ষেত্রে তিন মাসে রিটার্ন একটু বেশি হবে। তাই সুদ নয়, কোন ক্ষেত্রে বেশি টাকা পাওয়া যাচ্ছে তা দেখতে হবে।
এক্ষেত্রে দেখতে হবে যদি সুদের হার একই হয়, তাহলে একবছর কিংবা ছয়মাসের জন্য নয়, ত্রৈমাসিকে যারা বেশি রিটার্ন (compound every quarter) দেবে তাতে বিনিয়োগ করতে হবে।

ভাবতে হবে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের বাইরে

ভাবতে হবে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের বাইরে

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে নন কনভার্টেবল ডিবেঞ্চার, কোম্পানি ফিক্সড ডিপোজিট এবং ট্যাক্স ফ্রি বন্ড বেশি টাকা মিলতে পারে। কিছু ক্ষেত্রে এগুলি সুরক্ষিতও বটে।
এছাড়াও কেউ যদি সর্বাধিক ট্যাক্স বন্ধনীতে থাকেন তাহলে ট্যাক্স ফ্রি বন্ডে বিনিয়োগ করলে ভাল ফল পাওয়া যেতে পারে।

সময়মতো 15G/15H জমা দিতে হবে

সময়মতো 15G/15H জমা দিতে হবে

যদি বিনিয়োগকারী মনে করেন, তাঁর আয় নির্দিষ্ট আয়করের সীমা ছাড়িয়ে যাবে, সেক্ষেত্রে সময় মতো 15G/15H জমা দিতে হবে। এক্ষেত্রে ফিক্সড ডিপোজিট থেকে টিডিএস কাটা হবে না।

ফিক্সড ডিপোজিট ভাঙা যাবে না

ফিক্সড ডিপোজিট ভাঙা যাবে না

বেশিরভাগ ক্ষেত্রে যদি কেউ ফিক্সড ডিপোজিট সময় পূর্ণ হওয়ার আগেই ভেঙে ফেলেন, তাহলে জরিমানা হতে পারে। অর্থাৎ বিনিয়োগকারীর রিটার্ন কমে যাবে। সেই কারণে নির্দিষ্ট সময়ের আগে ফিক্সড ডিপোজিট না ভাঙানোই উচিত।

বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরেবিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

English summary
There are several steps to increase return from fixed deposit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X