For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Alert: Online পেমেন্ট করতে গেলে ভুলেও QR স্ক্যান করবেন না! গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করল SBI

গ্রাহকদের সাবধান করল State Bank of India (SBI)। স্ক্যান নিয়ে গ্রাহকদের সতর্কতা করা হয়েছে ব্যাঙ্কের তরফে। ব্যাঙ্ক তাঁদের গ্রাহককে সতর্ক করে জানিয়েছে যে লেনদেনের বিষয়ে যদি সঠিক তথ্য না থাকে তাহলে ভুলেও QR কোডের মাধ্যমে স্ক

  • |
Google Oneindia Bengali News

গ্রাহকদের সাবধান করল State Bank of India (SBI)। স্ক্যান নিয়ে গ্রাহকদের সতর্কতা করা হয়েছে ব্যাঙ্কের তরফে। ব্যাঙ্ক তাঁদের গ্রাহককে সতর্ক করে জানিয়েছে যে লেনদেনের বিষয়ে যদি সঠিক তথ্য না থাকে তাহলে ভুলেও QR কোডের মাধ্যমে স্ক্যান করা উচিৎ নয়।

করোনা ভাইরাসের পর থেকে দেশজুড়ে অনলাইনের মাধ্যমে লেনদেন একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। তবে অনলাইনের মাধ্যমে লেনদেন করার সময়ে সবদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন।

একদিকে প্রযুক্তি যেমন আমাদের জীবনকে অনেক বেশী সুবিধা করে দিয়েছে তেমনই সাইবার অপরাধের সংখ্যাও দিনকে দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে QR কোডের মাধ্যমে স্ক্যান করে পেমেণ্ট করা অনেক বেশী জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই ক্ষেত্রে ইউজারদের অনেক বেশি সাবধান হওয়ার কথা বলছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

টুইট করে গ্রাহকদের Alert করল SBI

টুইট করে গ্রাহকদের Alert করল SBI

সাধারণ মানুষ থেকে গ্রাহককে Alert করে এই বিষয়ে টুইট করা হয়েছে ব্যাঙ্কের তরফে। State Bank of India টুইট করে জানিয়েছে যে, যখন আপনি একটি QR কোডের মাধ্যমে স্ক্যান করে টাকা দেবেন তখনই কিন্তু টাকা পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে একটা মেসেজ পাঠানো হয়। যেখানে বলা হয় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 'XX' রাশির টাকা ডেবিট করা হয়েছে। তবে QR কোডের মাধ্যমে স্ক্যান টাকা তখনই পাঠাবেন যখন আপনি এই বিষয়ে একেবারে শিউর থাকবেন। শুধু তাই নয়, যাকে দিচ্ছেন তিনিও যদি বিশ্বাসযোগ্য হন তাহলে এভাবে লেনদেন করার কথা বলা হয়েছে। এসবিআই ওই টুইটে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে সতর্ক করে বলা হয়েছে যে, QR কোডের মাধ্যমে স্ক্যান করে টাকা দেওয়ার ক্ষেত্রে কীভাবে ডেবিট হচ্ছে টাকা।

কীভাবে QR কোডের মাধ্যমে fraud হচ্ছে

কীভাবে QR কোডের মাধ্যমে fraud হচ্ছে

অনলাইনের মাধ্যমে একদিকে যেখানে লেনদেন বাড়ছে অন্যদিকে তেমনই fraud বাড়ছে। অনলাইনে একাধিক ওয়েবসাইট বিভিন্ন আকর্ষিণীয় জিনিস বিক্রি করে থাকে। আর তাতেই লুকিয়ে রয়েছে বিপদ। অনেক সময়ে ক্রেতাকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে QR কোডের মাধ্যমে টোকেন মানি দেওয়ার কথা বলে। আর সেই স্ক্যান করা মাত্রা টাকা কেটে যায়। সঙ্গে সঙ্গে জালিয়াতদের অ্যাকাউন্টের চলে যাবে টাকা আর আপনি মোটা টাকা লোকসান করে ফেলবেন এর ফলে।

হেল্পলাইন নম্বরগুলি রেখে দিতে পারেন!

হেল্পলাইন নম্বরগুলি রেখে দিতে পারেন!

ক্রমশ বাড়ছে সাইবার অপরাধ। আর সেদিকে তাকিয়ে হোম মিনিস্ট্রি কিংবা দিল্লি পুলিশের সাইবার সেল হেল্প লাইন নম্বর শুরু করে দিয়েছে। নম্বরটি হল 155260। যদি আপনি যে কোনও ধরনের সাইবার অপরাধের শিকার হন তাহলে দ্রুত এই নম্বরে আপনার পরিস্থিতির কথা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই হেল্পলাইন নম্বর দিল্লি, রাজস্থান্‌, উত্তরাখন্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসম, তামিলনাড় এবং অন্ধ্রপ্রদেশ থেকে ২৪ ঘন্টা সাত দিন পাওয়া যাবে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পাওয়া যাবে।

পাশাপাশী কলকাতা সহ অন্যান্য থানাতেও সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক সাইবার পোর্টাল https://cybercrime.gov.in/ খুলেছে। অন্যদিকে দিল্লি পুলিশের সাইবার সেলের সঙ্গে হাত মিলিয়ে একটি পাইলট প্রোজেক্ট শুরু করেছে। এই নম্বরের 155260 মাধ্যমে তা শুরু হয়। যদিও এখন পুরোপুরি কাজ করছে এটি। এছাড়াও বিভিন্ন রাজ্যের সাইবার অপরাধকে রুখতে বিভিন্ন দফতর খোলা হয়েছে। সেখানেও এই সংক্রান্ত অভিযোগ জানাতে পারে।

English summary
SBI alert: QR code scan for payment can be dangerous for you
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X