For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যানসার-সহ বেশ কিছু রোগের ওষুধের দাম কমল, বেড়েছে কিছুর দাম! একনজরে তালিকা

ক্যানসার-সহ বেশ কিছু রোগের ওষুধের দাম কমল, বেড়েছে কিছুর দাম! একনজরে তালিকা

  • |
Google Oneindia Bengali News

বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম কমল। তালিকায় রয়েছে ক্যান্সারের ওষুধও। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ১০৭ টি ওযুধের দাম নতুন করে নির্ধারণ করেছে। এনিয়ে এই বছরে দ্বিতীয়বারের মতো ক্যান্সার প্যারাসিটামল-সহ অন্য ওষুধের দাম কমবে। তবে বেশ কিছু ওষুধের দাম বেড়েছে।

যেসব ওষুধের দাম কমল

যেসব ওষুধের দাম কমল

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ইতিমধ্যেই ১০৭ টি ওষুধের সংশোধিত মূল্য প্রকাশ করেছে। যেসব ওষুধের দাম কমেছে, তার মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যামক্সিসিলিন, রোবেপ্রাজল। এই মধ্যে অনেক ওষুধ রোগীরা নিয়মিত ব্যবহার করে থাকেন। উদাহরণ হিসেবে প্যারাসিটামল ৬৫০ যা এক-একটি ২.৩০ টাকায় বিক্রি হত, তার গাম ১.৮০ টাকা করা হয়েছে। অন্যদিকে অ্যামক্সিসিলিন এবং পটাশিয়াম ক্লাভুলানেটের দাম প্রতিটির ২২.৩ টাকা থেকে কমিয়ে ১৬.৮ টাকা করা হয়েছে।

ক্যান্সারের ওষুধের দাম কমেছে

ক্যান্সারের ওষুধের দাম কমেছে

এর পাশাপাশি ক্যান্সারের ওষুধের দামও কমেছে। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা বেশ কিছু ওষুধের দাম ৪০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। দাম কমেছে জ্বর ও ডায়াবিটিসের ওষুধেরও। গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

প্রস্তুতকারীরা আরও দাম কমাতে পারে

প্রস্তুতকারীরা আরও দাম কমাতে পারে

তবে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের তরফে ওষুধের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তিনি বলেছেন, প্যারাসিটামলের মতো বেশ কিছু ওষুধ ইতিমধ্যেই সর্বনিম্নে পৌঁছে গিয়েছে। তবে যেসব সংস্থা ওষুধ তৈরির সঙ্গে যুক্ত, তারা আরও দাম কমাতে পারেন বলেও মন্তব্য করা হয়েছে সংস্থার তরফে।

দাম বেড়েছে বেশ কিছু ওষুধের

দাম বেড়েছে বেশ কিছু ওষুধের

মন্টেলুকাস্ট এবং মেটফর্মিনের মতো বেশ কিছু ওষুধের দাম এই দফায় বাড়ানো হয়েছে।মেটফর্মিন ৫০০ মিলি প্রতি ট্যাবলেটের দাম ১.৭০ টাকা থেকে বাড়িয়ে ১.৮০ টাকা করা হয়েছে। ওষুধটি টাইপ টু ডায়াবেটিসের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

গত মাসে বেশ কিছু অপরিহার্য ওষুধের দাম কমিয়েছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। অপরিহার্য ওষুধের তালিকায় নতুন করে বেশ কিছু ওষুধকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালকে সেইসব ওষুধের পর্যাপ্ত স্টক মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল।

English summary
Price of 107 drugs including cancer, paracetamol are changed by NPPA from December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X