For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Post Office: খোদ PM মোদী পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করেছেন! সুবিধা নিতে পারেন আপনিও কিন্তু কীভাবে

যদিও আপনিও সুরক্ষিত বিনিয়োগ করে মোটা অঙ্কের লাভ তুলতে চান তাহলে আপনার জন্যে দারুন একটা সুযোগ। পোস্ট অফিসের এই স্কিমে দারুণ রিটার্ন পাওয়া যায়। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই যে পোস্ট অফিসের এই স্কিমে খোদ প্রধানমন্ত্রী ন

  • |
Google Oneindia Bengali News

Narendra Modi investment in NSC: যদিও আপনিও সুরক্ষিত বিনিয়োগ করে মোটা অঙ্কের লাভ তুলতে চান তাহলে আপনার জন্যে দারুন একটা সুযোগ। পোস্ট অফিসের এই স্কিমে দারুণ রিটার্ন পাওয়া যায়। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই যে পোস্ট অফিসের এই স্কিমে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনিয়োগ করেছেন।

PM Narendra Modi লাইফ ইনস্যুরেন্স এবং ন্যাশানাল সেভিংস সার্টিফিকেটে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। প্রকাশিত খবর অনুযায়ী, জুন ২০২০ সালে প্রধানমন্ত্রী NSC-তে ৪ লাখ ৪৩ হাজার ১২৪ টাকা বিনিয়োগ করেছেন।

লাইফ ইনস্যুরেন্সে তাঁর বিনিয়োগের অঙ্ক ১ লাখ ৫০ হাজার ৯৫৭ টাকার প্রিমিয়াম জমা করেছে।

ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট আসলে কি?

ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট আসলে কি?

Post Office national savings certificate অর্থাৎ পোস্ট অফিসের এই স্কিমে টাকা রেখে অনেকে উপকৃত হয়েছেন। অনেক লাভজনক। 6.8 শতাংশ হারে এই স্কিমে সুদ পাওয়া যায়। এটি একটি পাঁচ বছরের জন্যে যোজনা। এই যোজনাতে টাকা রাখলে ইনকাম ট্যাক্সে বড়সড় ছাড় পাওয়া যাবে। এই যোজনাতে টাকা রাখলেও টাকা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি সবথেকে বড় ব্যাপার হল এই স্কিমে খোদ দেশের প্রধানমন্ত্রী টাকা রেখেছেন। সবদিক থেকে এই স্কিম সুওক্ষিত।

6.8 শতাংশ হারে সুদের সুবিধা পাওয়া যাবে

6.8 শতাংশ হারে সুদের সুবিধা পাওয়া যাবে

এই স্কিমের মাধ্যমে ১০০ টাকা মাল্টিপেন বিনিয়োগ করে শুরু করতে পারেন। ভারতীয় পোস্ট অফিসে NSC যোজনাতে এখনও বছরে 6.8 শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। এই যোজনার মাধ্যমে বিনিয়োগকারী compound interest এর সুবিধাও পেয়ে থাকে। ম্যাচুরিটির সময়ে এর মোটা টাকা পাওয়া যায়। এই স্কিমের সময়সীমা মাত্র পাঁচ বছর। তবে ম্যাচুরিটি পুরো হলে আবারও পাঁচ বছরের জন্যে এই যোজনা বাড়ানো যেতে পারে। পোস্ট অফিসের অসাধারণ একটি স্কিম এটি।

তিনটি পদ্ধতিতে বিনিয়োগ করা যায়

তিনটি পদ্ধতিতে বিনিয়োগ করা যায়

তবে এনএসসি national savings certificate এ তিনটি পদ্ধতিতে বিনিয়োগ করা যায়। একটি হল সিঙ্গল টাইপ, Joint A Type এবং Joint B Type। এই বিষয়ে একটু বিস্তারিত ভাবে বলা হল-

সিঙ্গল টাইপ- এর মাধ্যমে আপনি আপনার নিজের জন্যে কিংবা কোনও নাবালকের জন্যে বিনিয়োগ করতে পারবেন।

Joint A Type- এর মাধ্যমে যে কোনও দুজন সার্টিফিকেটের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। অর্থাৎ দুটি লোক একসাথে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবে।

Joint B Type- এই স্কিমে দুজন লোক বিনিয়োগ করলেও ম্যাচুরিটি কেবল একজনকেই দেওয়া হিয়।

সম্পূর্ণ টেক্স বেনিফিট এই যোজনা

সম্পূর্ণ টেক্স বেনিফিট এই যোজনা

সরকার এই যোজনার মাধ্যমে বিনিয়োগকারীকে বেশ কিছু সুবিধা দিয়ে থাকে। এই যোজনাতে টাকা বিনিয়োগকারীকে ট্যাক্স বেনিফিটের সুবিধা দিয়ে থাকে। এতে বিনিয়োগ করলে সেক্সন ৪০ সি তে ডিডাকশনের লাভ পাবেন বিনিয়োগকারী। এই সেস্কনের মিলিট দেড় লাখ টাকা রয়েছে। এছাড়াও সুদ থেকে হওয়া আয়ও ট্যাক্সবল হয়ে থাকে। তবে বিনিয়োগকারী সুদ থেকে হওয়া আয় রিটার্নে দেখাতে পারেন। এতে বিনিয়োগকারীর সুবিধা হবে।

এই স্কিমের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য!

এই স্কিমের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য!

ভারতের যে কোনও নাগরিক এই স্কিমের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। পোস্ট অফিসের যে কোনও শাখাতে গিয়ে এই টাকা বা এই যোজনার সুবিধা নেওয়া যাবে আরও তথ্যের জন্যে যে কোনও ভারতীয় ডাকঘরে এই স্কিমের বিষয়ে আরও জানতে পারেন।

English summary
PM Modi invests in this post office scheme, know the details of the scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X