For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একজনের ট্রেন টিকিটে যাত্রা করতে পারবেন অন্যজন, জানুন কীভাবে সম্ভব এটা

রেলের মুষ্টিমেয় কিছু স্টেশনের চিফ রিজার্ভেশন সুপারভাইজার-এর কাছ থেকে টিকিটের নাম বদল করানো যাবে বলে এই বিবৃতিতে জানিয়েছে রেল।

Google Oneindia Bengali News

আপনার নামে ট্রেনের টিকিট! কিন্তু সেই টিকিট আপনার পরিবারের অন্যজনের নামেও হয়ে যাবে। এবার এই অভিনব উদ্যোগ নিল রেল। এই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে। প্রায়শই দেখা যায় একজনের নামে থাকা ট্রেনের টিকিট অন্যের নামে পরিবর্তন করা যায় না। অনেক সময় এমনও ঘটে যে পরিবারের একজনের বদলে অন্যজনকে ট্রেন সফর করতে হবে। এতদিন দেখা গিয়েছে যিনি যাবেন না, তাঁর নামে কেটে রাখা টিকিটকে অন্যের নামে বদলে দেওয়ার কোনও ব্যাবস্থাই রেলের নেই। ফলে যিনি যাবেন না তাঁকে টিকিট বাতিল করতে হত এবং তাঁর বদলে যিনি যাবেন তাঁর নামে নতুন করে টিকিট কাটতে হত। এবার শর্তসাপেক্ষে এই ব্যবস্থা তুলে দিচ্ছে রেল।

রেলের মুষ্টিমেয় কিছু স্টেশনের চিফ রিজার্ভেশন সুপারভাইজার-এর কাছ থেকে টিকিটের নাম বদল করানো যাবে বলে এই বিবৃতিতে জানিয়েছে রেল। টিকিটের নাম বদলাতে যে শর্ত পূরণ করতে হবে তা জেনে নিন, এতে আপনারই সুবিধা হবে।

পরিবারের মধ্যে নাম বদল টিকিটের

পরিবারের মধ্যে নাম বদল টিকিটের

পরিবারের কারোর নামে টিকিট বদল করা যাবে। যার নাম বদলে অন্যের নামে টিকিট হবে তাদেরকে হয় ভাই বা বোন, পিতা-মাতা, সন্তান বা স্ত্রী হতে হবে। ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে লিখিত বয়ানে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করবে। রেলের এই বিভাগ অনুমতি দিলে টিকিটের নাম বদলে ফেলে অন্যের নামে করা যাবে।

বিয়ের বাড়ির যাত্রী হলে

বিয়ের বাড়ির যাত্রী হলে

বিয়ের বাড়ির কোনও যাত্রীর বদলে অন্যজন যাবেন। সেক্ষেত্রে টিকিটের নাম বদল সম্ভব। এর জন্য বিয়ে বাড়ির যাত্রীদের মধ্যে যিনি কর্তা গোছরের থাকবেন তাকে রেলের কাছে যাত্রার ২৪ঘণ্টা আগে আবেদন করতে হবে।

সরকারি কর্মীরা পাবেন এই সুবিধা

সরকারি কর্মীরা পাবেন এই সুবিধা

একজন সরকারি কর্মী তাঁর টিকিট অন্যের নামে বদলে দেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে তাঁকে উপযুক্ত পরিচয়পত্র দিয়ে রেলের কাছে আবেদন করতে হবে।

নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা

নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা

প্রতিষ্ঠিত বিখ্যাত কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও নিজের নামা কাটা ট্রেনের টিকিট অন্যের নামে করে দিতে পারবেন। তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের একটি সুপারিশ পত্র রেলের কাছে জমা করতে হবে। তবে, এতে যার নামে টিকিট বদল হবে তাকেও ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী হতে হবে।

জাতীয় নিারাপত্তা বাহিনীর জওয়ানরা পাবেন সুযোগ

জাতীয় নিারাপত্তা বাহিনীর জওয়ানরা পাবেন সুযোগ

ন্যাশনাল ক্যাডার ক্রপস-এর জওয়ানরা অন্য জওয়ানের নামে টিকিটের নাম বদলে দিতে পারবেন। এই জন্য গ্রুপ কম্যান্ডান্ট-এর সুপারিশ পত্র রেলের কাছে জমা করতে হবে।

একবার-ই মিলবে সুযোগ

একবার-ই মিলবে সুযোগ

টিকিটের এই নাম বদলের সুযোগ আপাতত একবারই মিলবে। এটাও মাথায় রাখবে হবে যে বিয়ে বাড়ির গ্রুপ বা এনসিসি ক্যাডার বা ছাত্রদের দলের আয়তনের থেকে টিকিটের নাম বদলের আবেদনের স্ট্রেন্থ যদি ১০ শতাংশ বেশি হয় তাহলে এই সুযোগ মিলবে না।

English summary
Railway has taken a historic decision. Now one can change his or her confirmed train ticket to others name on certain conditions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X