For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে 'মাইক্রোসফ্ট', চাকরি হারাতে চলেছেন বহুজন

একেরপর এক ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি থেকে কর্মী ছাঁটাইয়ের খবর বহুদিন ধরেই আসছিল। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের অন্যতম বড় সংস্থা মাইক্রোসফ্টও কর্মী ছাঁটাইয়ের পথ হাঁটতে চলেছে।

Google Oneindia Bengali News

একেরপর এক ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি থেকে কর্মী ছাঁটাইয়ের খবর বহুদিন ধরেই আসছিল। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের অন্যতম বড় সংস্থা মাইক্রোসফ্টও কর্মী ছাঁটাইয়ের পথ হাঁটতে চলেছে। জানা গিয়েছে প্রায় হাজার জনের মতো কর্মীকে ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফ্ট।

তবে ছাঁটাই হওয়ার পথে যে সমস্ত কর্মীদের নাম উঠে আসছে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের মাইক্রোসফট অফিসের কর্মী। মূলত খরচ কমানো ও প্রযুক্তি ক্ষেত্রে বড় ধরনের রদবদলের জন্যই মাইক্রো সফ্টের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। সংস্থার যে সমস্ত ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের কথা ভাবা হচ্ছে তা হল মার্কেটিং ও সেলস বিভাগ।[আরও পড়ুন:তিনটি মডেল নিয়ে ভারতের বাজারে ফিরে এল নোকিয়া, জানুন এবার কী থাকছে নোকিয়া স্মার্টফোনে]

কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে 'মাইক্রোসফ্ট', চাকরি হারাতে চলেছেন বহুজন

অনেকদিন ধরেই মাইক্রোসফ্টের কর্মী ছাঁটাইয়ের খবর উঠে আসছিল। মাইক্রোসফ্টকে সংস্থাকে ঢেলে সাজানোর কথা বহুদিন ধরেই বলছিলেন সংস্থার প্রধান সত্য নাদেলা। আর তার জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ তিনি নিতে চলেছেন বলেও উঠে আসে খবর। মাইক্রোসফটের যেসমস্ত বিভাগের কাজ সন্তোষজনক ছিলনা সেই দফতরগুলিতেই এই ছাঁটাইের কাজ চলবে বলে জানা গিয়েছে।

এর আগে মাইক্রোসফ্ট জানিয়েছিল যে তারা অনলাইন ডিসপ্লের বিজ্ঞাপন ব্যবসা এওএলের কাছে বিক্রি করে দেবে। কারণ এক সময়ে ব্যবসা হিসাবে মাইক্রোসফ্টের আর্থিক অনেককটি লক্ষ্যপূরণের প্রত্যাশা থাকলেও তা পূরণ না করতে পারায়, মাইক্রোসফটের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

English summary
Microsoft plans to cut "thousands" of jobs, with a majority of them outside the United States, a person familiar with the matter told Reuters.Reuters reported on Monday that Microsoft would undergo a reorganization that would impact its sales and marketing teams as the company doubles down on its fast-growing cloud business.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X