For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনটি মডেল নিয়ে ভারতের বাজারে ফিরে এল নোকিয়া, জানুন এবার কী থাকছে নোকিয়া স্মার্টফোনে

তিনটি নতুন মডেল নিয়ে ভারতের মাটিতে ফিরে এল নোকিয়া। এবার আর উইন্ডোজ নয়, বাজার ধরতে এবার নোকিয়ার ভরসা অ্যান্ড্রয়েড।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ফের নতুন রূপে দেশের মাটিতে ফিরে এল নোকিয়া। মঙ্গলবারই নোকিয়ার তিনটি নতুন মডেল এদেশে লঞ্চ করল ফিনিশ সংস্থা এইচএমডি গ্লোবাল। তবে এবার আর উইন্ডোজ নয়, অ্যান্ড্রয়েডের হাত ধরেই দেশে ফিরল নোকিয়া। এদিন নোকিয়া ৬, নোকিয়া ৫ ও নোকিয়া ৩ মডেলগুলি লঞ্চ করা হল। এই তিনটি মডেলের দাম যথাক্রমে ১৪,৯৯৯, ১২,৮৯৯ ও ৯,৪৯৯ টাকা।

তিনটি মডেল নিয়ে ভারতের বাজারে ফিরে এল নোকিয়া, জানুন এবার কী থাকছে নোকিয়া স্মার্টফোনে

কী ফিচার থাকছে নোকিয়ার এই মডেলগুলিতে :

প্রথমেই আসা যাক নোকিয়ার সবচেয়ে দামী মডেল নোকিয়া ৬-এ

৫.৫ ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে থাকছে কর্নিং গোরিলা গ্লাস, অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি ইনবিল্ট মেমরি।

তিনটি মডেল নিয়ে ভারতের বাজারে ফিরে এল নোকিয়া, জানুন এবার কী থাকছে নোকিয়া স্মার্টফোনে

এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩০০০ হাজার এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৪০৩ এসওসি প্রসেসর । ক্যামেরার দিক দিয়েও নেহাৎ কম নয় নোকিয়া ৬। এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

নোকিয়া ৫ -

৫.২ ইঞ্চ এইচডি ডিসপ্লের সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। অ্যান্ড্রয়েড ৭.১ নোগাট অপারেটিং সিস্টেমকে চালাবে স্ন্যাপড্রাগন ৪০৩ প্রসেসর ও ২ জিবি র‍্যাম।

তিনটি মডেল নিয়ে ভারতের বাজারে ফিরে এল নোকিয়া, জানুন এবার কী থাকছে নোকিয়া স্মার্টফোনে

১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ ও ৩০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

নোকিয়া ৩ -

নোকিয়ার এই মডেলটিতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা ও ২৬৫০ এমএএইচ ব্যাটারি। নোকিয়ার প্রতিটি মডেলেই ১২৮ জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।

তিনটি মডেল নিয়ে ভারতের বাজারে ফিরে এল নোকিয়া, জানুন এবার কী থাকছে নোকিয়া স্মার্টফোনে

একটানা একদশক মোবাইল ফোনের দুনিয়ায় রাজত্ব করার পর স্মার্টফোনের লড়াইয়ে ক্রমশই পিছিয়ে পড়তে থাকে নোকিয়া। আইওএস ও অ্যান্ড্রয়েড যখন জনপ্রিয় হতে শুরু করেছে তখনও নোকিয়া আঁকড়ে ধরে ছিল মান্ধাতার আমলের সিম্বিয়ান অপারেটিং সিস্টেম। প্রতিযোগিতায় টিঁকে থাকতে শেষ পর্যন্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের হাত ধরলেও তাতে বিশেষ সুবিধে করতে পারেনি নোকিয়া।

কিন্তু শেষ পর্যন্ত ২০১৩ সালে নোকিয়ার ফোন ডিভিশন সহ একটা বড় অংশ অধিগ্রহণ করে মাইক্রসফট। চুক্তি ছিল অধিগ্রহণের তিন বছরের মধ্যে নোকিয়ার কোনও ফোন তৈরি করা যাবে না। শেষ পর্যন্ত গত বছর প্রথম নোকিয়ার ফোন আত্মপ্রকাশ করে চিনে। এবার অবশ্য পুরনো নোকিয়া নয়, নোকিয়ার কর্মচারীদের নিয়ে তৈরি হয়েছে এইচএমডি গ্লোবাল। সেই এইচএমডি গ্লোবালই অ্যান্ড্রয়েডের হাত ধরে নোকিয়াকে ফিরিয়ে নিয়ে এল। ভারতের বাজারে নস্টালজিক নোকিয়া নতুন করে বাজার ধরতে পারবে কিনা, সেটাই এখন দেখার।

English summary
Nokia returns in India with 3 new models. This time nokia runs on Android Operating system
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X