For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরে বসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে চান? রইল বিস্তারিত

আজকের দিনে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। সরকারি হোক কিংবা বেসরকারি সব ক্ষেত্রেই আধার (Aadhaar Card) কার্ডের প্রয়োজন হয়ে থাকে। এমনকি সরকারি ভর্তুকি নিতেও আধার কার্ডের প্রয়োজন হয়ে থাকে। শুধু তাই নয়, করোনার ভ্যাকসি

  • |
Google Oneindia Bengali News

আজকের দিনে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। সরকারি হোক কিংবা বেসরকারি সব ক্ষেত্রেই আধার (Aadhaar Card) কার্ডের প্রয়োজন হয়ে থাকে। এমনকি সরকারি ভর্তুকি নিতেও আধার কার্ডের প্রয়োজন হয়ে থাকে। শুধু তাই নয়, করোনার ভ্যাকসিন নিতেও আধার কার্ডের নম্বর প্রয়োজন হয়।

আর সেই আধার কার্ডেই যদি ভুল তথ্য থাকে তাহলে ঝামেলার শেষ নেই। আর যদি মোবাইল নম্বর লিঙ্ক করানো না থাকে তাহলে তো ঝামেলার শেষ নেই। কিন্তু কীভাবে ঘরে বসে কীভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাবেন?

আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক

আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক

খুব সহজেই আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করানো সম্ভব। তাও আবার কিনা একেবারে বাড়িতে বসেই। ভাবছেন তো কীভাবে? এজন্যে কয়েকটি ধাপ রয়েছে। সেটিই এই প্রতিবেদনে জানানো হল-

আধার কার্ডে আপনার ফোন নম্বর আপডেট করতে প্রথমে আপনাকে UIDAI পোর্টাল Ask.uidai.gov.ইন-এ যেতে হবে।

যে ফোন নম্বরটি আপডেট করতে চাইছেন তা সেখানে দিতে হবে।

এরপর একটি ক্যাপচা কোড ভেসে উঠবে। আর সেই কোডই দিতে হবে সেখানে।

এরপর 'Send OTP' বলে একটি অপশন ভেসে উঠবে। সেটিতে ক্লিক করতে হবে এবং রেজিস্টার মোবাইল নম্বরে সেটি চলে আসবে।

এরপর সেই OTP দিয়ে সাবমিট করতে হবে। 'Proceed' অপশনে ক্লিক করতে হবে।

এর পরে একটি ড্রপডাউন মেনু খুলবে। এখানে আপনাকে 'Online Aadhaar Services'-এ যেতে হবে।

নাম, ঠিকানা, লিঙ্গ, ইমেল আইডি, মোবাইল নম্বর সহ আরও বেশ কিছু অপশন সেখানে দেখতে পাওয়া যাবে।

আধারের সঙ্গে যেহেতু ফোন নম্বর আপডেট করতে হবে সেহেতু আপনাকে মোবাইল নম্বরটি বেছে নিতে হবে।

আর তা করতে গেলে বেশ কিছু তথ্য চাইবে। প্রমাণ্য হিসাবে তা দিতে হবে। পাশাপাশি 'আপনি কী আপডেট করতে চান' সেটিকে বেছে নিতে হবে।

আবার একটা নতুন পেজ খুলে যাবে। এখানে আপনাকে ক্যাপচা কোড লিখতে হবে।

ফের মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। তা আবার সাইটে দিতে হবে।

OTP ভ্যারিফাই হয়ে যাওয়ার পর 'Save and Proceed' অপশনে ক্লিক করতে হবে। আর তাতে মোবাইল নম্বর আধারের সঙ্গে আপডেট হয়ে যাবে।

বাড়ির ঠিকানাও আপডেট করানো সম্ভব

বাড়ির ঠিকানাও আপডেট করানো সম্ভব

বলা যেতে পারে আধার কার্ডের আপডেট সম্পর্কিত এমন কিছু কাজ রয়েছে যা UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই অনলাইনে করা যেতে পারে। শুধু মোবাইল নম্বর আপডেট করাই নয়, আধার কার্ডে ঠিকানা আপডেট করার প্রয়োজন হয়ে থাকে। আর সেটিও এই উপায়ে কয়েকটি ধাপে করা যেতে পারে।

জরুরি তথ্য

জরুরি তথ্য

আর এজন্য সবার প্রথমেই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট- uidai.gov.in-এ যেতে হবে আবেদনকারীকে। 2) এরপরেই হোম পেজে থাকা MY Aadhaar সেকশনে যেতে হবে। এরপর স্টেপ বাই স্টেপ গেলে আধারে মোবাইল যুক্ত হয়ে যাবে। খুব সমস্যা হলে যে কোনও আধার সেন্টারে গিয়ে সমস্ত তথ্য আপডেট করে নিতে পারবেন। কলকাতাউ সেক্টর পাঁচ এ একটি আধার আপডেট সেন্টার রয়েছে। সেখানে যদিও আগে থেকে সময় করে নিতে হয়।

Teacher job 2022: শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক পদের জন্য নিয়োগ, কীভাবে আবেদন রইল Teacher job 2022: শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক পদের জন্য নিয়োগ, কীভাবে আবেদন রইল

English summary
How to link aadhaar card with mobile number online, know the steps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X