For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় গৌতম আদানি

  • |
Google Oneindia Bengali News

২০২২ সালে টাইমসের (Time 100) বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় নিজের জায়গা করে নিলেন গৌতম আদানি। এই তালিকাতেই রয়েছেন অ্যাপেল সিইও টিম কুক ও অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসির মতো প্রভাবশালী ব্যক্তির নাম । তবে,সুপ্রিম কোর্টের আইনজীবী করুণা নন্দি ও কাশ্মীরি অধিকারকর্মী খুররাম পারভেজেরও নাম সেই তালিকাই রয়েছে। তাদের পাশেই জায়গা করে নিলেন গৌতম আদানি।

কে এই গৌতম আদানি

কে এই গৌতম আদানি

সমুদ্র থেকে বিমানবন্দর, শক্তি উৎপাদন থেকে সরাবরাহ সব জায়গাতেই নানান ব্যবসা করে থাকেন আদানি গোষ্ঠী। গৌতম আদানি আদানি গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। বিভিন্ন সেক্টরজুড়ে একাধিক শীর্ষ ব্র্যান্ডের মালিক তিনি। এপ্রিল মাসে ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হয়েছিলেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার।

আগে তিনি কী করতেন

আগে তিনি কী করতেন

আগে আদানি আঞ্চলিক ব্যবসা, বিমানবন্দর, সৌর ও তাপবিদ্যুৎ ও অন্যান্য ব্যবসায়ে যুক্ত ছিলেন। টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, আদানি গ্রুপকে ভারতের দোর্দণ্ডপ্রতাপ সংস্থা বলেও অ্যাখ্যা দেওয়া হয়।

জেনে নিন তাঁর সম্পত্তির পরিমাণ

জেনে নিন তাঁর সম্পত্তির পরিমাণ

উল্লেখ্য, ২০২১ সালে আদানির সম্পত্তির পরিমাণ ৪৯ বিলিয়ান মার্কিন ডলার বৃদ্ধি করেছে। যা পৃথিবীর দুই ধনীতম ব্যক্তি ইলন মাস্ক ও জেফ বেজসের থেকেও বেশি বলে জানা গিয়েছে। ২০২১ সালে আদানিদের মোট সম্পদের পরিমান ৮১ বিলিয়ন মার্কিন ডলার।

টাইমস থেকে কী জানা গেল

টাইমস থেকে কী জানা গেল

'অর্থনীতিতে বৃদ্ধির পোস্টার বয় হলেন আদানি । সেইসঙ্গ বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নিয়েছেন নরেন্দ্র মোদী, তাতে আদানির উত্থান হয়তো সবে শুরু হয়েছে। এমনটাই বলছে টাইমস। তারা জানিয়েছেন, আদানির ব্যবসায়িক সাফল্যে তারা বেশ খুশী। আদানি কিন্তু নিজে খুব একটা সামনে আসেন না। আড়াল থেকেই নিজের সাম্রাজ্য বিস্তার করেন তিনি। তাঁর এই সাফল্যে দেশ বিদেশের শিল্পপ্রতিরা অনুপ্রাণিত হবেন।

কে এই করুণা নন্দী

কে এই করুণা নন্দী

টাইমসের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, করুণা শুধু একজন আইনজীবী নন, তিনি হলেন একজন সমাজকর্মীও। যিনি আদালতের ভিতরে ও বাইরে নিজের কণ্ঠস্বরের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসেন। নারী অধিকারের একজন চ্যাম্পিয়ান তিনি। মহিলাদের অধিকার জয় করার কাজে তাঁর জুড়ি মেলা ভআর। একই সঙ্গে প্রশংসা করা হয়েছে খুররম পারভেজেরও। কারণ, অনেকদিন ধরে তিনি কাশ্মীরে হারিয়ে যাওয়া নাগরিকদের নিয়ে কাজ করছেন।

English summary
Gautam Adani's name in the list of 100 most influential people in the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X